স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৯ মার্চ।। গ্রামীণ ত্রিপুরার অর্থনৈতিক উন্নয়নে রাজ্যের মহিলাদের আত্মনির্ভর ও স্বশক্তিকরণে রাজ্য সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে৷ এক্ষেত্রে রাজ্যের স্বসহায়ক দলগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে৷
আজ হাঁপানীয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে ১২ দিনব্যাপী ১৬তম আঞ্চলিক সরস মেলার উদ্বোধন করে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা একথা বলেন৷ উদ্বোধকের ভাষণে তিনি আরও বলেন, বর্তমান রাজ্য সরকার ক’ষি, পশুপালন, মৎস্যচাষ, পর্যটন বিকাশ সহ বিভিন্ন বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করছে৷
কারণ এগুলির মাধ্যমেই আত্মনির্ভর ত্রিপুরা গড়া সম্ভব হবে৷ এক্ষেত্রে রাজ্যের স্বসহায়ক দলগুলিকে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হবে৷ রাজ্যের স্বসহায়ক দলগুলিকে আরও কিভাবে সংগঠিত করা যায় এজন্য সরকার পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে৷
অনুষ্ঠানে বিশেষ অতিথির ভাষণে বিধায়ক রতন চক্রবর্তী বলেন, বর্তমান রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মধারার মাধ্যমের রাজ্য আজ সবদিক দিয়ে এগিয়ে চলছে৷ আত্মনির্ভরতার মাধ্যমে রাজ্যে রোজগারের নতুন দিশা খুলে গেছে৷ রাজ্যের জাতি-জনজাতি সহ সকল অংশের জনগণের জন্য নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করে রাজ্য সরকার কাজ করছে৷
অনুষ্ঠানে স্বাগত ভাষণে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক বিকাশ সিং বলেন, ২০০৪ সাল থেকে রাজ্যে প্রতিবছর সরস মেলা আয়োজিত করা হচ্ছে৷ এবছর সরস মেলায় ৩৯৫টি স্বসহায়ক দল তাদের উৎপাদিত সামগ্রী নিয়ে মেলায় অংশগ্রহণ করেছেন৷
https://www.facebook.com/MIMIBJP/videos/388249122277995/
মেলায় অংশগ্রহণকারী স্বসহায়ক দলগুলির তাদের নিজ নিজ উৎপাদিত পণ্য সামগ্রী বিক্রয় আত্মনির্ভর ত্রিপুরা গড়ার পক্ষে সহায়ক হবে৷ তিনি বলেন, রাজ্যে বর্তমানে প্রায় ২৭ হাজার স্বসহায়ক দলের সঙ্গে ২ লক্ষ ৫০ হাজারের উপর মহিলা যুক্ত রয়েছেন৷
১৬তম আঞ্চলিক সরস মেলার উদ্বোধনীয় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিধায়ক মিমি মজমদার এবং পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার দেব৷ উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. শৈলেশ কুমার যাদব।