গত ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। কিন্তু ওই সময়েই যুক্তরাজ্যে করোনার নতুন স্ট্রেনের প্রভাবে সংক্রমণ বাড়ে। ফলে শেষ মুহূর্তে সফর বাতিল করেন প্রধানমন্ত্রী। ব্রেক্সিটের পরে এই প্রথম কোনো দেশে সফর করবেন জনসন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হতে পারে বলে বিশেষজ্ঞদের বক্তব্য। ব্রেক্সিটের পর দেশের বাণিজ্য সম্পর্ক নিয়ে নতুন করে অঙ্ক সাজাতে হচ্ছে জনসনকে।
এখন আর ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য নীতির অংশ তিনি নন। বরিস জানিয়েছেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাণিজ্যের নতুন সমীকরণ তৈরি করতে চাইছেন তিনি। সেখানে ভারত গুরুত্বপূর্ণ সঙ্গী। সার্ক দেশগুলোর সঙ্গেও জনসন সুসম্পর্ক গড়ে তুলতে চান বলে মনে করা হচ্ছে। সে ক্ষেত্রে যুক্তরাজ্যের বাণিজ্যের ব্যাপ্তিও বাড়বে।