অনলাইন ডেস্ক, ১৭ মার্চ।। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে পৃথক তিনটি স্পা সেন্টারে বন্দুক হামলায় ছয় এশীয় নারীসহ আটজন নিহত হয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ২১ বছর বয়সী এক যুবককে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার এ হামলার ঘটনা ঘটে বলে পুলিশ এবং আন্তর্জাতিক ও স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে। খবর: বাসস।
জর্জিয়ার রাজধানী শহর আটলান্টার ওকওয়ার্থের কাছে ইয়াংস এশিয়ান ম্যাসাজ সেন্টারের কাছে বন্দুক হামলায় চারজন নিহত হন।
এছাড়া আটলান্টার গোল্ড ম্যাসাজ স্পা ও এরোমা থেরাপি স্পা সেন্টারের কাছেও বন্দুক হামরায় চার নারী নিহত হয়েছেন বলে আটলান্টার পুলিশ বিভাগ নিশ্চিত করেছে। বিবিসি জানিয়েছে, হামলায় নিহত আটজনের মধ্যে এশীয় বংশোদ্ভূত ছয় নারী রয়েছেন।
আটলান্টা জার্নাল কনস্টিটিউশন বলছে, আটলান্টার ২৪০ কিলোমিটার দূর থেকে ২১ বছর বয়সী সন্দেহভাজন একজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
আটলান্টার পুলিশ বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, আটলান্টার সঙ্গে শেরোকি কাউন্টির বন্দুক হামলার কোনো সম্পর্ক রয়েছে কিনা তা এখনই বলা সম্ভব নয়।