স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৩ মার্চ।। মদের আসর করার নাম করে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে প্রচণ্ডভাবে মারধর করে খুনের অভিযোগ উঠল চার যুবকের বিরুদ্ধে৷ ঘটনা রাজধানীর উজান অভয়নগর এলাকায়৷
মৃত যুবকের নাম অভিজিৎ ওরফে রাজু দে (৩০) শুক্রবার জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অভিজিৎ এর মৃত্যু হয়েছে৷ তার ভাইয়ের অভিযোগ অভিজিৎকে খুন করা হয়েছে৷ ঘটনার বিবরণে জানা যায়, গত ১ মার্চ রাতে অভিজিৎকে বাড়ি থেকে ডেকে নিয়ে ছিল তার দুই বন্ধু৷ রাতে সে আর বাড়ি ফিরে আসেনি৷
পরদিন অর্থাৎ ২ মার্চ বাড়ির পাশে একটি দোকানের সামনে অভিজিৎকে অর্ধমৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজন৷ তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ণ ছিল বলে পরিবারের লোকেদের অভিযোগ৷ তারাই অভিজিৎ কে নিয়ে জিবি হাসপাতালে ভর্তি করেন৷ টানা ১১ দিন জিবি হাসপাতালে চিকিৎসাধীন ছিল৷
শুক্রবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে৷ অভিজিতের ভাই জানিয়েছেন ডাক্তারদের বিবরণ অনুযায়ী অভিজিতের মাথায় ও বুকের ভিতরে প্রচণ্ড আঘাত ছিল৷ তার বুকের কয়েকটি হাড় ভেঙ্গে গিয়েছিল৷ অভিযোগ পার্টির নামে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে ওই রাতেই খুনের উদ্দেশে মারধর করা হয়েছিল৷
এমনকি যে দোকানের সামনে অভিজিৎকে পাওয়া গিয়েছিল সেই দোকানের সিসিটিভি ফুটেজে দেখা গেছে গভীর রাতে তিন যুবক অভিজিতকে চ্যাংদোলা করে দোকানের সামনে ফেলে রেখে গিয়েছিল৷ মৃতের পরিবার পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ করেছেন৷
কিন্তু আশ্চর্যের বিষয় হলো পূর্ব থানার পুলিশ এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো মামলা নেয়নি এবং অভিযুক্তদের গ্রেপ্তার করেনি৷ পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন মৃতের পরিবার৷ অন্যদিকে পূর্ব থানার পুলিশের দাবি, ঘটনার তদন্ত চলছে৷ প্রাথমিক ভাবে জানা গেছে ঘটনার রাতে অভিজিৎ প্রচণ্ড মদ্যপান করেছিল৷
মদের আসরে অসুস্থ হয়ে পড়লে বন্ধুরা তাকে রেখে গিয়েছিল বলে পুলিশের কাছে দাবি করছে৷ পুলিশ এই মুহূর্তে কাউকে গ্রেপ্তার না করলেও তদন্ত জারি রেখেছে বলে পুলিশ জানায়৷