উইলিয়ামসের সেঞ্চুরিতে লিড পেল জিম্বাবুয়ে

অনলাইন ডেস্ক, ১৩ মার্চ। । আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ইনিংস হারের শঙ্কায় পড়েছিল জিম্বাবুয়ে। তবে অধিনায়ক শন উইলিয়ামসের সেঞ্চুরিতে সেই শঙ্কা এড়িয়ে ম্যাচটি পঞ্চম দিনে নিয়ে গেছে দলটি। দীর্ঘায়িত হয়েছে আফগানদের জয়ের অপেক্ষা। শনিবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ৭ উইকেটে ২৬৬ রানে চতুর্থ দিনের খেলা শেষ করেছে জিম্বাবুয়ে। এখন পর্যন্ত ৮ রানের লিড পেয়েছে দলটি।

ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি পাওয়া উইলিয়ামস ১০৬ রানে অপরাজিত আছেন। অন্য প্রান্তে ডোনাল্ড তিরিপানো অপরাজিত ৬৩ রানে। টেস্ট ক্যারিয়ারে যিনি প্রথম ফিফটির স্বাদ পেয়েছেন। একই ভেন্যুতে জিম্বাবুয়ে প্রথম টেস্ট জিতেছিল ১০ উইকেটে। দুই ম্যাচ সিরিজের প্রথমটি জেতায় ১-০ তে এগিয়ে রয়েছে দলটি। সিরিজ বাঁচাতে এই ম্যাচে আফগানদের জিততেই হবে। সেই পাল্লাই ভারী ম্যাচের শুরু থেকেই। হাসমতউল্লাহ শাহিদির অপরাজিত ২০০ ও অধিনায়ক আসগর আফগানের ১৬৪ রানে ভর করে প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়ে আফগানরা।

৪ উইকেটে ৫৪৫ রানে ইনিংস ঘোষণা করে দলটি। এরপর জিম্বাবুয়ে প্রথম ইনিংসে ২৮৭ রানে গুটিয়ে গেলে ফলোঅনে পড়তে হয়। দ্বিতীয় ইনিংসেও দলটি বিপর্যয়ে পড়ে। রশিদ খানের বোলিং তোপে ১৪২ রানে হারিয়ে ফেলে ৭ উইকেট। রশিদের শিকার ৫টি। তবে এরপর তিরিপানোকে নিয়ে উইলিয়ামস প্রতিরোধ গড়েন। অষ্টম উইকেটে এখন পর্যন্ত ১২৪ রান যোগ করেছেন দুজন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?