শোয়েব আখতারের নামে স্টেডিয়াম

অনলাইন ডেস্ক, ১৩ মার্চ। । রাওয়ালপিন্ডির কেআরএল স্টেডিয়ামের নামকরণ করা হলো পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতারের নামে। পাকিস্তানের ক্রিকেটে যে অবদান শোয়েবের, তার স্বীকৃতিস্বরূপ রাওয়ালপিন্ডি ক্রিকেট কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। এমন সম্মান পেয়ে উচ্ছ্বাস প্রকাশে ভোলেননি ‘পিন্ডির রকেট’ খ্যাত শোয়েব আখতার। টুইটারে আবেগঘন পোস্ট করে শোয়েব লিখেছেন, ‘এটা জানাতে আমি সম্মানিত এবং একই সঙ্গে গর্ববোধ করছি যে, রাওয়ালপিন্ডির কেআরএল স্টেডিয়ামের নতুন নামকরণ হয়েছে শোয়েব আখতার স্টেডিয়াম।

আমি সাধারণত বাক্যহারা হই না। কিন্তু আজ আমি বাক্যহারা।’ কেআরএল স্টেডিয়ামের পূর্ণ নাম- খান রিসার্চ ল্যাবরেটরিজ গ্রাউন্ড। যে মাঠে বিভিন্ন খেলাই আয়োজিত হয়। দেশটির প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচ, লিস্ট ‘এ’ ক্রিকেট হয়ে থাকে মাঠটিতে। বর্তমানে এটি পাকিস্তান প্রিমিয়ার লিগ ফুটবলের ম্যাচের জন্য ব্যবহৃত হচ্ছে। দেশটির ঐতিহাসিক মাঠ হিসেবেই বিবেচিত হয় এটি। শোয়েব লিখেন, ‘সত্যি কথা বলতে, বছরের পর বছর সকলে আমাকে যেভাবে ভালোবেসেছে, সম্মান দেখিয়েছে, তাদের ধন্যবাদ জানানোর কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না।’

১৯৯৭ থেকে ২০১১- ১৪ বছর পাকিস্তানের হয়ে খেলেছেন শোয়েব। নিজের সময়ে বিশ্বসেরা ফাস্ট বোলারদের একজন ছিলেন তিনি। সব মিলে ২২৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ৪৬ টেস্ট, ১৬৩ ওয়ানডে ও ১৫ টি-টোয়েন্টিতে যথাক্রমে ১৭৮, ২৪৭ ও ১৯ উইকেট শোয়েবের।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?