তবে বৃহস্পতিবার কোহলি সাফ জানিয়ে দিলেন, তারা নন বরং বিশ্বকাপে সব থেকে এগিয়ে ইংল্যান্ডই। শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ। তার আগে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে কোহলি বলেন, ‘আমার মতে ইংল্যান্ডকে হারানোই আসল পরীক্ষা হতে চলেছে। ওরা বিশ্বের এক নম্বর দল (টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে)। তাই সমস্ত নজর ওদের দিকেই থাকবে। বাকি দলগুলি নিশ্চয়ই ওদের নিয়ে ভয়ে থাকবে।’
কোহলি যোগ করেন, ‘আমি যা বলছি, বাকি দলগুলোর ভাবনাও হয়তো একই। ইংল্যান্ড বাকিদের থেকে এগিয়ে নামবে এবং ওরা যা-ই বলুক না কেন, এটার পরিবর্তন হবে না।’ ভারতের মাটিতে টেস্ট সিরিজ শেষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড। তার আগে এক অধিনায়ক আরেক দলকে সেরা বলছেন। হতে পারে দুই অধিনায়কের এটা মনস্তাত্ত্বিক খেলা!