বৃহস্পতিবার চীন অলিম্পিক কমিটির কর্তাদের সঙ্গে অনলাইনে বৈঠক করেন আইওসি প্রধান টমাস বাখ। সেখানে করোনা ভ্যাকসিনের প্রসঙ্গ ওঠে। চীন অলিম্পিক কমিটির কর্তারা বলেন, অ্যাথলেটদের করোনা ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে তারা সব রকমের সাহায্য করবে। বৈঠক শেষে বাখ বলেন, ‘চীন অলিম্পিক কমিটির কর্তারা আমাদের আশ্বস্ত করেছে টোকিও অলিম্পিকে অংশ নিতে চলা প্রতিটা অ্যাথলেটই করোনা ভ্যাকসিন পাবে।
আইওসিকে এমন সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় ধন্যবাদ দিতে চাই চীন অলিম্পিক কমিটিকে।’ করোনার জেরে গত বছর পিছিয়ে দেওয়া হয় অলিম্পিক। ঠিক হয় এ বছরের ২৩ জুলাই থেকে টোকিওয় শুরু হবে ক্রীড়াবিশ্বের অন্যতম ঐতিহাসিক ইভেন্ট। কিন্তু জাপানে করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। তার ওপর আবার টোকিওয় দেখা দিয়েছে করোনার নতুন স্ট্রেন।