ব্র্যাথওয়েটকে নির্বাচিত করার বিষয়ে দলটির প্রধান নির্বাচক রজার হার্পার বলেছেন, ‘আমরা সবাই বিশ্বাস করি যে, এই মুহূর্তে ক্রেইগই আমাদের টেস্ট দলকে নেতৃত্ব দেওয়ার জন্য সঠিক ব্যক্তি। আমি অত্যন্ত খুশি সে এই পদটি গ্রহণ করেছে। বাংলাদেশের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজে ক্রেইগ দলকে ভালো ক্রিকেট খেলতে উজ্জীবিত করতে সক্ষম হয়েছে।’ ২০১৫ সালে দীনেশ রামদিনের কাছ থেকে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন হোল্ডার।
এই সংস্করণের আইসিসি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকলেও দলকে তেমন সাফল্য এনে দিতে পারেননি তিনি। তার নেতৃত্বে ৩৭ ম্যাচ খেলে ২১টিতেই হেরেছে ক্যারিবিয়ানরা। জিতেছে মাত্র ১১টিতে, ড্র করেছে বাকি পাঁচটি।হোল্ডারকে ধন্যবাদ জানিয়ে বোর্ডটির ক্রিকেট পরিচালক জিমি অ্যাডামস বলেছেন, ‘আমাদের টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পালনকালে এই অঞ্চলে এই খেলাটির জন্য যা যা সে করেছে, সেজন্য আমি জেসনকে সিডাব্লিউআইয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই।’