গুনাথিলাকা এগিয়ে যান দুই-তিন পা। কিন্তু ছুটে আসা বোলার পোলার্ডকে দেখে থমকে যান। উল্টো হেঁটেই ক্রিজে ফেরেন বাঁহাতি ওই ব্যাটসম্যান। বল ছিল তার পেছনে। তিনি ক্রিজে ফেরার সময় বল পায়ে লেগে সরে যায়। আরেকপ্রান্ত থেকে অভিষিক্ত ব্যাটসম্যান পাথুম নিসানকা ছুটে এসেছিলেন অনেক দূর। তাকে রান আউট করার একটি সুযোগ সৃষ্টি হতে পারত। কিন্তু ফিল্ডিং করতে আসা পোলার্ড বলের নাগাল পাননি গুনাথিলাকার পায়ে লেগে সরে যাওয়ায়।
সঙ্গে সঙ্গে আবেদন করেন পোলার্ড। টিভি রিপ্লে দেখে তৃতীয় আম্পায়ার দেন আউট। যদিও রিপ্লে দেখে মনে হয়েছে, গুনাথিলাকা বল খেয়ালই করেননি। কারণ বল ছিল তার পেছনে। এই ধরনের আউটকে ‘অবস্ট্রাক্টিং দা ফিল্ড’ বলা হয়। নিউজওয়্যারকে গুনাথিলাকা বলেছেন, ‘সে ক্ষমা চেয়েছে। আমাকে বলেছে, ওই সময় সে সঠিকভাবে দেখেনি। ভিডিও দেখে সে বুঝতে পেরেছে আমি কিছুই করিনি।’ ওই ম্যাচের পর গুনাথিলাকার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায় পোলার্ডকে। পরে আলিঙ্গন করে কথা শেষ করেন দুজন।