নেটফ্লিক্সের ‘বম্বে বেগমস’ নিয়ে অভিযোগ

অনলাইন ডেস্ক, ১২ মার্চ।। ওটিটি জায়ান্ট নেটফ্লিক্সের নতুন ভারতীয় সিরিজ ‘বম্বে বেগমস’-এর সম্প্রচার বন্ধ করার আরজি জানাল সেই দেশের জাতীয় শিশু সুরক্ষা কমিশন। অভিযোগে বলা হয়েছে, ওয়েব সিরিজটিতে শিশুদের ‘অনুপযুক্ত’ভাবে দৃশ্যায়িত করা হয়েছে। বৃহস্পতিবার কমিশন নেটফ্লিক্সের কাছে বিস্তারিত একটি রিপোর্ট চেয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে সেই রিপোর্ট ওটিটি প্ল্যাটফর্মে পেশ না করতে পারলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়ে দিয়েছ তারা। এই সিরিজটিতে অনুপযুক্ত দৃশ্যায়ন শিশুমনকে নষ্ট করতে পারে বলে অভিমত জাতীয় শিশু সুরক্ষা কমিশনের।

এই ধরনের দৃশ্য শিশু নির্যাতন এবং শোষণ ত্বরান্বিত করতে পারে বলেও মনে করছে তারা। এই সিরিজটির মাধ্যমে নাবালকদের যৌনাচার এবং মাদকসেবনকে স্বাভাবিক হিসেবে দেখানো হচ্ছে। এই অভিযোগের ওপর ভিত্তি করেই নেটফ্লিক্সের বিরুদ্ধে পদক্ষেপ করেছে কমিশন। নোটিশে কমিশন লিখেছে, শিশুদের নিয়ে বা শিশুদের জন্য কোনো কনটেন্ট দেখানোর সময় নেটফ্লিক্সের সতর্ক হওয়া উচিত অথবা এ ধরনের বিষয়গুলোকে এড়িয়ে যাওয়াই তাদের পক্ষে ভালো।

মুম্বাই শহরের সমাজের নানা শ্রেণি থেকে ওঠে আসা নারীদের জীবনের গল্প বলা হয়েছে ‘বম্বে বেগমস’ সিরিজে। যার মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে পূজা ভাট, শাহানা গোস্বামীর মতো অভিনেত্রীদের। পরিচালনায় রয়েছেন অলঙ্কৃতা শ্রীবাস্তব।সাম্প্রতিক সময়ে ভারতে একের পর এক ওয়েব সিরিজের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। যার অনেকগুলো রাজনৈতিক শিবিরেও ঝড় তুলেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?