নব প্রজন্মের কাছে দেশের স্বাধীনতার নবজাগরণের বার্তা পৌঁছে দেওয়া হবে : মুখ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১২ মার্চ।। স্বাধীনতার ইতিহাস নতুন প্রজন্মের অনেকে প্রায় ভুলতে বসেছে৷ ’আজাদি কা অম্রুত মহোৎসব’ পালনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের মধ্যে স্বাধীনতা সংগ্রামের প্রতি অনুভব জাগিয়ে তুলতে হবে৷ তাদের বুঝাতে হবে যে দেশে আমরা জন্মেছি সে দেশ একদিন পরাধীন ছিল৷

দীর্ঘ প্রায় ২০০ বছর এই দেশের মানুষকে পরাধীনতার লাঞ্ছনার শিকার হতে হয়েছে৷ দেশের স্বাধীনতার জন্য এ দেশের মানুষকে লড়াই করতে হয়েছে৷ আত্মবলিদান দিতে হয়েছে৷ বহু যুবকের আত্মবলিদানের মধ্য দিয়েই আমরা আজ স্বাধীন দেশের নাগরিক ও বাক-স্বাধীনতার অধিকারী হতে পরেছি৷

আজ সকালে উমাকান্ত একাডেমি প্রাঙ্গণে আজাদি কা অমত মহোৎসবের সূচনা করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন৷ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্ব মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা, বিধায়ক মিমি মজমদার, ত্রিপুরা স্টেট হায়ার এডুকেশন কাউন্সিলের চেয়ারম্যান ড. অরুনোদয় সাহা৷ ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে সারা দেশের সাথে ত্রিপুরা রাজ্যেও ’আজাদি কা অম্রুত মহোৎসব’ উদযাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে৷

আজ থেকে ৫ এপ্রিল পর্যন্ত সারা রাজ্যে এ উপলক্ষ্যে বিভিন্ন দেশাত্ববোধক সাংস্কৃতিক অনুষ্ঠান, অংকন প্রদর্শনী, ক্রীড়া প্রতিযোগিতা এবং অন্যান্য আরও নানা কর্মসূচি আয়োজিত হবে৷ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন, আজকের দিনেই জাতির জনক মহাত্মা গান্ধীর নেতৃত্বে ‘ডাণ্ডি অভিযান’র সূত্রপাত হয়৷ তাই এই দিনটির মরণেই এবছর দেশের স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদি ’আজাদি কা অম্রুত মহোৎসব’-এর মধ্য দিয়ে বিভিন্ন সামাজিক কর্মসূচি রূপায়ণের ঘোষণা দিয়েছেন৷

সারা দেশের সাথে আমাদের রাজ্যেও নানা কর্মসূচিতে এই উৎসব উদযাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে৷ তিনি বলেন, আজ রাজ্যের সবকয়টি জেলায় এই কর্মসূচির সূচনা করা হচ্ছে৷ সারা বছর ধরে রাজ্যের প্রতিটি ব্লক স্তর পর্যন্ত এই কর্মসূচির আয়োজন করা হবে৷ মুখ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার ৭৫ বছর এই কথাগুলি নতুন প্রজন্মের  কাছে খুব একটা অনুভুতি জাগায় না৷

এমনকি আজকের নজওয়ানরাও দেশের রাষ্ট্রনীতি, দেশের প্রতি প্রেম ও স্বাধীনতার অনুভুতি তেমন করে উপলব্ধি করতে পারে না৷ সেইসব লক্ষ্য রেখেই ঠিক করা হয়েছে স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে হবে ’আজাদি কা অম্রুত মহোৎসব’৷ বছরব্যাপী আয়োজিত হবে দেশের দুর্বল মানুষকে সবল করার নানা সামাজিক কর্মসূচি৷ আয়োজিত হবে নানা দেশাত্ববোধক সাংস্কৃতিক কর্মসূচি৷

এই সব কর্মসূচির মধ্য দিয়ে নব প্রজন্মের কাছে দেশের স্বাধীনতার নবজাগরণের বার্তা পৌঁছে দেওয়া হবে৷ তাদের মধ্যে দেশাত্ববোধক মানসিকতা তৈরী করা হবে৷ দেশের মাটির প্রতি শ্রদ্ধা ও ভালবাসা সৃষ্টি করা হবে৷ দেশের আদর্শ ব্যক্তি ও স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধার ও শিক্ষার মানসিকতা তৈরী করা হবে৷

এই লক্ষ্যে দেশের শিক্ষা ব্যবস্থারও পরিবর্তন আনা হচ্ছে৷ মুখ্যমন্ত্রী বলেন, ডাণ্ডি অভিযান স্বাধীনতা সংগ্রামেরই একটি অংশ৷ তাই স্বাধীনতার ৭৫ বছর পূর্তির কর্মসূচির সূচনার দিন হিসাবে এই দিনটিকে নির্বাচন করা হয়েছে৷ বক্তব্য শেষে মুখ্যমন্ত্রী এই কর্মসূচির সফলতা কামনা করে সকলকে মেকিং ইণ্ডিয়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান৷

অনুষ্ঠানে সম্মানীয় অতিথির বক্তব্যে রাজস্বমন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা বলেন, আমাদের দেশ যে স্বাধীন হয়েছে, এবছর তার ৭৫ বছর পূর্তি হতে চলেছে৷ এই ৭৫ বছরে এইদেশ ও দেশের মানুষের অগ্রগতি ও গুনাগুণ অনেক বৃদ্ধি পেয়েছে৷ আর এজন্য দেশের মানুষকে অনেক লড়াইও করতে হয়েছে৷ তাই দেশের অগ্রগতির জন্য মানুষকে আরও লড়াই করতে হবে৷

বিশ্বের দরবারে এদেশকে আরও উজ্জল থেকে উজ্জলতর করে তুলতে হবে৷ বিশেষ করে আগামী দিনে রাষ্ট্রের ধারক ও বাহক যুবসমাজকে উন্নত মানসিকতায় গড়ে তুলতে হবে৷ এই লক্ষ্যে প্রধানমন্ত্রীর ’আজাদি কা অম্রুত মহোৎসবের’ ঘোষণা বড়ই চমৎকার ও অভিপ্রেত ঘোষণা৷ এই কর্মসূচির জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি এই মহোৎসবের সফলতা কামনা করেন৷

অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্টেট হায়ার এডুকেশন কাউন্সিলের চেয়ারম্যান অরুণোদয় সাহা৷ স্বাগত ভাষণ দেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্রা৷ অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন নাদপীঠ সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা৷ যুববিষয়ক ও ক্রীড়া দপ্তরের যোগা প্রশিক্ষণার্থীরা যোগা প্রদর্শন করেন৷

এছাড়া উত্তরা ডান্স একাডেমী এবং নববোধন সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা অনুষ্ঠানে মনোজ্ঞ দেশাত্ববোধক সংগীত ও নৃত্য পরিবেশন করেন৷ এই অনুষ্ঠানের উদ্যোক্তা তথ্য ও সংস্ক’তি দপ্তর এবং পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?