গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে। অবশ্য আগের দিন এই সংখ্যা ছিল ১০ হাজারের বেশি। এর আগে ৭ মার্চ ৫ হাজার ৯৯২ জনের মৃত্যু হয়েছিল। এরপর থেকে বাড়তে থাকে করোনায় মৃত্যু। এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ প্রায় ১১ কোটি ৯১ লাখ ১৪ হাজারে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছে ২৬ লাখ ৪১ হাজার ৭৬২ জন। সুস্থ হয়ে উঠেছেন প্রায় ৯ কোটি ৪৭ লাখ ২৫ হাজার। গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে সর্বোচ্চ ৭৮ হাজারের বেশি সংক্রমিত হয়েছে। একই সময়ে দেশটিতে মারা গেছে ২ হাজার ২০২ জন। আগের দিনও দেশটিতে ২ হাজারের বেশি মানুষ করোনায় মারা যান।