রাজ্যের ৫৬টি বিদ্যালয়ে বৃত্তিমূলক কোর্স চালুর অনুমোদন : শিক্ষামন্ত্রী

নতুন প্রতিনিধি, আগরতলা, ১৩ মে।। রাজ্যের আরও ৫৬টি বিদ্যালয়ে বৃত্তিমূলক কোর্স চালু করার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক৷ শীঘই ঐ স্কুলগুলিতে বৃত্তিমূলক কোর্সে পড়াশুনা শুরু করা হবে৷ আজ সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ তিনি জানান, বর্তমান রাজ্য সরকার দায়িত্ব নেওয়ার পর শিক্ষাক্ষেত্রের উন্নয়নের লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে৷ এরমধ্যে অন্যতম ছিলো রাজ্যের বিদ্যালয়গুলিতে বৃত্তিমূলক কোর্স চালু করা৷ ছাত্রছাত্রীরা বৃত্তিমূলক শিক্ষা গ্রহণ করে যাতে স্বাবলম্বী হতে পারে সেই উদ্দেশ্যকে সামনে রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে৷ সেই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার ২০১৮-১৯ অর্থবর্ষে রাজ্যের ৫০টি বিদ্যালয়ে বৃত্তিমূলক কোর্স চালু করার জন্য কেন্দ্রীয় সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের নিকট অনুরোধ জানিয়েছিলো৷ মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক তখন ২৪টি বিদ্যালয়ে বৃত্তিমূলক কোর্স চালু করার অনুমোদন দেয়৷ ইতিমধ্যেই রাজ্যের ২৪টি বিদ্যালয়ে বৃত্তিমূলক কোর্স চালু হয়েছে৷ ২০১৯-২০ অর্থবর্ষে আরও ৮০টি বিদ্যালয়ে বৃত্তিমূলক কোর্স চালু করার জন্য কেন্দ্রীয় সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের নিকট রাজ্য সরকার অনুরোধ জানিয়েছিলো৷ মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক রাজ্যের ৫৬টি বিদ্যালয়ে বৃত্তিমূলক কোর্স চালু করার ব্যাপারে অনুমোদন দিয়েছে, যা এবছর থেকে শুরু হবে৷ এছাড়াও ২০২০-২১ অর্থবর্ষে আরও ১০১টি বিদ্যালয়ে বৃত্তিমূলক কোর্স চালু করার জন্য মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের নিকট অনুরোধ জানানো হয়েছিলো৷ সেই পরিপ্রেক্ষিতে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক সম্প্রতি ৫৫টি বিদ্যালয়ে বৃত্তিমূলক কোর্স চালু করার অনুমোদন দিয়েছে৷ এরজন্য শীঘই টেণ্ডার ডাকা হবে৷ তিনি আরও জানান, নির্বাচিত বিদ্যালয়গুলিতে নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের এই বৃত্তিমূলক কোর্সে শিক্ষা প্রদান করা হবে৷ বৃত্তিমূলক কোর্সে প্রধানত ৪টি বিষয়ের উপর প্রাধান্য দেওয়া হয়েছে৷ সেগুলি হলো আই টি এণ্ড আই টি’স, ইলেকট্রনিক এণ্ড হার্ডওয়ার, এগ্রিকালচার এবং রিটেইলস৷ শিক্ষামন্ত্রী জানান, সিভিন গ্রপ নামে একটি সংস্থা রাজ্যের ২৪টি স্কুলে বৃত্তিমূলক শিক্ষা প্রদান করছে৷ এবছর আরও ৫৬টি বিদ্যালয়ে এই সংস্থাটি বৃত্তিমূলক কোর্সে শিক্ষা প্রদান করবে৷ সংস্থাটি রাজ্যের শিক্ষকদের মধ্য থেকে ভোকেশনাল ট্রেনিং প্রোভাইডার নির্বাচন করে তাদের মাধ্যমে বিদ্যালয়গুলিতে বৃত্তিমূলক শিক্ষা প্রদান করবে৷ দুই বছরের এই বৃত্তিমূলক কোর্স সম্পন্ন করার পর সিভিন গ্রপ সংস্থার উদ্যোগেই রাজ্যে জব ফেয়ারের ব্যবস্থা করা হবে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?