অনলাইন ডেস্ক, ১১ মার্চ।। চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে দ্বিতীয় লেগে ড্র করে ছিটকে যাওয়ার পরও বার্সার ‘ভালো ভবিষ্যৎ’ দেখছেন কোচ রোনাল্ড কোমান। কোমান মনে করেন, এই ভবিষ্যৎ দেখেই মেসি ক্লাবে থেকে যাবেন।
প্যারিসে বুধবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। প্রথম লেগে ৪-১ গোলে জয়ী পিএসজি দুই লেগ মিলিয়ে ৫-২ ব্যবধানে এগিয়ে পা রাখল পরের ধাপে।
মেসিকে ঘিরে আরও একবার অবিশ্বাস্য প্রত্যাবর্তনের স্বপ্ন দেখেছিল বার্সেলোনা। ব্যবধান অনেক বড় হলেও যতগুলো সুযোগ তারা পেয়েছিল, তার অর্ধেকও কাজে লাগাতে পারলে লড়াইটা হতো জমজমাট। কিন্তু উসমান দেম্বেলের পাশাপাশি সুযোগ নষ্টের মিছিলে যোগ দেন মেসিও। ১৪ বছরের মধ্যে এই প্রথম চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালে উঠতে ব্যর্থ হলো বার্সেলোনা।
কোমান বলছেন, ‘লিও দেখতে পাচ্ছে ক্লাব উন্নতি করছে। আমাদের তরুণেরা রয়েছে। তারা সামনে আরও ভালো করবে। তাই আশা করছি সে থেকে যাবে। ’গত মৌসুমে মেসি ক্লাব ছাড়তে চেয়েও পারেননি। এবার আর থাকবেন না বলে চারদিকে গুঞ্জন।
এই ম্যাচে মেসি একটি গোল করে আশা জাগান। ৩৭তম মিনিটে পেদ্রির ছোট পাসে ফাঁকা জায়গা পেয়ে আচমকা শট নেন বার্সেলোনা অধিনায়ক। বুলেট গতিতে বল খুঁজে নেয় ঠিকানা। এরপর আরো কয়েকটি সুযোগ পেয়ে কাজে লাগাতে ব্যর্থ হন।