ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২৮৬ জনের মৃত্যু হয়েছে

অনলাইন ডেস্ক, ১১ মার্চ।। করোনাভাইরাস (কভিড-১৯) মহামারীতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২৮৬ জনের মৃত্যু হয়েছে। দৈনিক মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে যাওয়ায় আতঙ্ক তৈরি হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুধবারের তথ্যের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি আরও জানায়, একই সময়ে তৃতীয় সর্বোচ্চ দৈনিক সংক্রমণের রেকর্ড গড়েছে দেশটি। এদিন শনাক্ত হয়েছে প্রায় ৮০ হাজার।

দক্ষিণ আমেরিকার ২১ কোটির বেশি মানুষের এই দেশটি করোনায় বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু দেখেছে। আক্রান্তদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো।

নতুন দৈনিক রেকর্ড মৃত্যুতে ব্রাজিলে মোট মৃতের সংখ্যা ২ লাখ ৭০ হাজার ৬৫৬ জনে দাঁড়িয়েছে যা যুক্তরাষ্ট্রের পর সর্বোচ্চ সংখ্যক।

বুধবার দেশটিতে নতুন করে প্রায় ৮০ হাজার সংক্রমিত হয়েছে। দৈনিক সংক্রমণে যা দেশটিতে তৃতীয় সর্বোচ্চ সংখ্যক। করোনার নতুন স্ট্রেইনের কারণে সংক্রমণ বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

শীর্ষস্থানীয় পাবলিক হেলথ সেন্টার ফিয়োক্রুজ’র চিকিৎসক ও গবেষক মার্গারেথ ডালকলোমো বলেন, ‘ব্রাজিলে আমরা মহামারীর সবচেয়ে খারাপ সময়ের মধ্যে আছি। নতুন ধরন ছড়িয়ে পড়ায় মহামারী পরিস্থিতি আরও খারাপ হয়েছে। ২০২১ সাল আরও কঠিন সময় হতে চলেছে।’

এদিকে জনগণের জন্য টিকা নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে দেশটির সরকার। এখন পর্যন্ত মাত্র ৮৮ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে যা মোট জনসংখ্যার মাত্রা ৪.২ শতাংশ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?