স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১০ মার্চ।।জম্পুইজলা মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার সঞ্জিত দেববর্মার নিকট বুধবার চারজন এডিসি ভোটের মনোনয়নপত্র দাখিল করেছেন৷ জম্পুইজলা মহকুমায় টিটিএএডিসির দু’টি আসন রয়েছে৷
এর মধ্যে একটি ১৭ নম্বর পেকুয়ারজলা- জন্মেজয়নগর এবং অপরটি ১৮ নম্বর টাকারজলা-জম্পুইজলা৷ এ দুটি আসনেই আইপিএফটি, তিপরা মথা, সিপিআইএম এবং কংগ্রেস দল প্রার্থী দিয়েছে৷ দু’টি আসনই শরিক দলকে ছেড়ে দিয়েছে বিজেপি৷
বুধবার বিভিন্ন দল থেকে মোট চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা করেছেন৷ ১৮ নম্বর টাকারজলা-জম্পুইজলা উপজাতি সংরক্ষিত আসনের তিপরা মথার প্রার্থী প্রদ্যোত কিশোর দেববর্মণ এদিন রিটার্নিং অফিসারের হাতে মনোনয়নপত্র পেশ করেছেন৷ সঙ্গে ছিলেন দলের সাধারণ সম্পাদক অনিমেষ দেববর্মা সহ অন্যান্য কর্মীরা৷
গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবিকে সামনে রেখে ভোটে লড়বেন বলে জানান অনিমেষ দেববর্মা৷ এছাড়া এদিন দু’টি আসনের আইপিএফটি প্রার্থী, প্রকাশ দেববর্মা এবং ব্রজলাল দেববর্মা মনোনয়নপত্র জমা করেছেন৷
দলের বিভাগীয় নেতা রামনাথ দেববর্মা জানান, দু’টি আসনেই বিপুল ভোটে জয়ী হবে আইপিএফটি৷ এছাড়া পেকুয়ারজলা- জন্মেজয়নগর আসনের সিপিএম প্রার্থী নেতাজি দেববর্মা এদিন মহকুমা শাসকের নিকট মনোনয়নপত্র পেশ করেছেন৷