কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন জোয়াকিম লো

অনলাইন ডেস্ক, ১০ মার্চ।। জার্মানি জাতীয় ফুটবল দলের কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন জোয়াকিম লো। তার চুক্তির মেয়াদ রয়েছে ২০২২ সালের বিশ্বকাপ পর্যন্ত। কিন্তু আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠেয় উয়েফা ইউরোর পর দায়িত্ব ছাড়ছেন তিনি। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে লো’র পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)।

প্রায় দেড় দশক ধরে দলটির কোচ হিসেবে কাজ করছেন তিনি। ২০০৬ সালের বিশ্বকাপের পর ইয়ুর্গেন ক্লিন্সম্যানের স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি। তার আগে দুই বছর সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

তার অধীনে ২০১৪ সালে চতুর্থবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল জার্মানরা। ব্রাজিলের মাটিতে অতিরিক্ত সময়ে গড়ানো ফাইনালে তারা ১-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনাকে। জয়সূচক গোলটি করেছিলেন মারিও গোটজে।

সাবেক ফুটবলার লোর সাফল্য রয়েছে আরও। ২০০৮ ইউরোতে স্পেনের কাছে রানার্সআপ হয়েছিল তার শিষ্যরা। দুই বছর পর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপে তারা অর্জন করেছিল তৃতীয় স্থান।

তার অধীনে ২০১৭ সালে কনফেডারেশন্স কাপেও চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি। পদত্যাগের সিদ্ধান্ত জানিয়ে লো বলেছেন, ‘আমি খুব ভেবেচিন্তে পরিপূর্ণ সম্মান ও ভীষণ কৃতজ্ঞতার সঙ্গে এই সিদ্ধান্ত নিয়েছি। আমি খুব গর্বিত। কারণ, আমি (জার্মান দলের সঙ্গে) যুক্ত থাকতে পেরেছি। ’

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?