রামনগরে মহিলার গলার সোনার চেইন ছিনতাই, পুলিশের ভূমিকায় নাগরিক মহল ক্ষুব্ধ

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৯ মার্চ।। রাজনৈতিক অনুষ্ঠানে গিয়ে ব্যস্ত পুলিশের দুর্বল নিরাপত্তা ব্যবস্থায় রাজধানীতে জারি রয়েছে চুরি এবং ছিনতাইয়ের ঘটনা৷ মঙ্গলবার সকালে দুঃসাহসিক ছিনতাই হল রামনগর ৬ নম্বর রোড এলাকায়৷ স্থানীয়দের বিবরণ,  এলাকার আভা রানি দাসের গলা থেকে হার ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইবাজ৷

তবে ছিনতাই করে পালিয়ে যাওয়ার পথে সন্দেহভাজন এক ছিনতাইবাজ একটি বাইক রাস্তায় ফেলে পালিয়ে গেছে বলেও স্থানীয়দের দাবি৷ ঘটনার বিবরণে জানা যায়, আভা রানি দাস সকালে প্রাতঃ ভ্রমণে বের হয়ে ছিলেন৷ ৬ নম্বর রোড এলাকাতে যাওয়ার পরই এক ছিনতাইবাজ বাইকে এসে ধাক্কা দিয়ে ফেলে গলা থেকে সোনার হার ছিনতাই করে পালিয়ে যায়৷ ছিনতাইবাজের সঙ্গে আরেকটি বাইক ছিল৷

মহিলার চিৎকারে আশেপাশের লোকজন ছিনতাইবাজদের ধরার চেষ্টা করেন৷ তখন একজন একটি বাইক ফেলে পালিয়ে যায়৷ খবর জানানো হয় বটতলা ফাঁড়ি থানায়৷ পুলিশ রাজধানীতে বিজেপি জোট সরকারের বর্ষপূর্তিতে আগত যানবাহন সামলাতে ব্যস্ত বলে নাগরিকদের অভিযোগ পাত্তাই দেয়নি৷ পরবর্তীকালে মহিলা ঘটনার বিস্তারিত জানিয়ে ফাঁড়ি থানায় লিখিত অভিযোগ করেন৷

অন্যদিকে ঘটনার পর বটতলা ফাঁড়ির পুলিশ এবং গোয়েন্দা শাখার পুলিশ কর্মীদের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ জানিয়েছেন৷ অভিযোগ, জয়নগর ১ নম্বর রোড থেকে ৬ নম্বর রোড এলাকাতে ক্রমপর্যায়ে ছিনতাই এবং চুরির ঘটনা ঘটে চলছে৷ চোর এবং ছিনতাইবাজদের দৌরাত্ম্যে সুরক্ষার অভাবে ভুগছেন স্থানীয় নাগরিক মহল৷

বটতলা ফাঁড়ি পুলিশ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কোন ভূমিকা নিচ্ছে না৷ এমনকি চুরির ঘটনায় আখাউড়া রোড এলাকায় চিহ্ণিত কিছু চোর জড়িত থাকলেও গোয়েন্দা পুলিশবাবুরা মাসোয়ারার মাধ্যমে তাদের পুষে রাখছে বলে অভিযোগ৷ খোদ পুলিশের সদরের ঢিলছোঁড়া দূরত্বে চুরি এবং ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পাওয়াতে নাগরিক মহল ক্ষুব্ধ৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?