অনলাইন ডেস্ক, ৮ মার্চ ।।লুইস সুয়ারেজের গোলে শুরুতেই এগিয়ে যাওয়া আতলেতিকো মাদ্রিদ জয়ের খুব কাছেই ছিল বলতে হবে। কিন্তু করিম বেনজেমায় হতাশ হতে হয়েছে লা লিগার টেবিল টপারদের। ডার্বি ম্যাচে প্রতিপক্ষের মাঠ থেকে পয়েন্ট নিয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। রবিবার আতলেতিকো ও রিয়ালের মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
১৫ মিনিটে সুয়ারেজ এগিয়ে দিয়েছিলেন আতলেতিকোকে। বেনজেমা হার এড়ানো গোলটি করেন ৮৮ মিনিটে। ২৫ ম্যাচে ১৮ জয় ও পাঁচ ড্রয়ে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আতলেতিকো। ২৬ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে বার্সেলোনা। সমান ম্যাচে রিয়াল ১৬ জয় ও ৬ ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে আছে তিনে।