কমলপুরে কন্টেইনমেন্ট স্থানগুলি পরিদর্শন করেন মহকুমাশাসক

নতুন প্রতিনিধি, কমলপুর, ৯ মে।। শনিবার কমলপুর মহকুমা শাসক সুশান্ত কুমার সরকার, নগর পঞ্চায়েত চেয়ারম্যান প্রশান্ত সিনহা, ভাইস চেয়ারম্যান স্বপ্না দাস সহ অন্যান্যরা কন্টেইনমেন্ট স্থানগুলি পরিদর্শনে যান। সেখানকার সাধারন মানুষের সচেতন করা হয়। প্রসাশনের পক্ষ থেকে ব্যারিকেট দিয়ে নাকাবন্দি করা হয়। কর্মীরা ওই স্থান গুলি স্যানেটারী করছে কিনা খতিয়ে দেখেন। নাকা বন্দি স্থানে পুলিশ,টি এস আর সহ একটি এন জি ও করা নজরদারি করছে। কারোর কোন জিনিসের প্রয়োজন হলে এন জি ও- কর্মীরা এনে দিচ্ছে। পুলিশ কোন ব্যক্তিকে কন্টেইনমেন্ট এরিয়ার ভিতর যাওয়া আসা সম্পূর্ন ভাবে বন্ধ করে দিয়েছে। কমলপুর সীমান্তে ধলাই ক্যাম্পে বি এস এফ- এস আই  র‍্যাঙ্কের জওয়ানের শরীরে Covid 19 জীবানু ধরা পড়ার পর মহকুমা প্রশাসন এই  ব্যবস্থা গ্রহণ করে। এব্যাপারে মহকুমা শাসক সুশান্ত কুমার সরকার পরিদর্শন কালে বলেন কন্টেইনমেন্ট এলাকা গুলি গেইট করে পুলিশ বসিয়ে নাক বন্দি করে দেওয়া হয়েছে। ওই সব এলাকার রাস্তা গুলিতে জীবাণু নাশক ঔষধ স্প্রে করা হয়েছে। প্রতিদিন এই ভাবে জীবাণু নাশক ঔষধ স্প্রে করা হবে বলে জানান তিনি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?