নতুন প্রতিনিধি, আগরতলা, ৯ মে।। বি এস এফের পর করোনার ভয় বিরাজ করছে রাজ্যের টিএস আরের মধ্যেও। পরিকাঠামোগত সমস্যার কারণে সামাজিক দূরত্ব বজায় রাখতে পারছে না টি এস আর জওয়ানরা।
করোনা প্রতিরোধে রাজ্য সরকার সাধারণ মানুষের যাতায়াতের জন্য গাড়িতে আসন সংখ্যা সীমিত করে দিলেও তা মেনে চলতে পারছে না রাজ্যের পুলিশ প্রশাসন। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় একটি কমান্ডার জীপে দশ বার জন টি এস আর জওয়ান যাতায়াত করতে বাধ্য হচ্ছে। এর ফলে কোনও টি এস আর জওয়ান করোনায় আক্রান্ত হলে নিমিষেই তা ছড়িয়ে পড়বে গোটা কোম্পানিতে, ক্রমান্বয়ে সামাজিক বিস্তার লাভ করার আশঙ্কা তৈরি হবে ।
সামাজিক দূরত্ব না থাকার কারণে এক দুই জন বি এস এফ থেকে ১৩২ জন বি এস এফ জওয়ান এবং তাদের স্বজনদের তা বিস্তার লাভ করে। রাজ্যে এক জন টি এস আর জওয়ানও করোনায় আক্রান্ত হয়েছিলেন। এখনো রাজ্যের বহু জায়গায় বি এস এফ এবং টি এস আর এক সাথে টহলে যাচ্ছে। এর ফলে বি এস এফ থেকে টি এস আরের মধ্যে করোনা সংক্রমের আশঙ্কা রয়েছে।
এই অবস্থায় রাজ্যের টি এস আর জওয়ানরা সতর্ক না হলে বা ন্যুনতম সামাজিক দূরত্ব বজায় রাখতে না পারলে ভবিষ্যতে তারাও বি এস এফের মতো জীবনের ঝুঁকিতে পড়তে বাধ্য। টি এস আরের নিজস্ব পরিকাঠামো না থাকায় যেখানে সেখানে তাদেরকে একসাথে ক্যাম্প করে থাকতে হচ্ছে, নিজেদের গাড়ী না থাকায় বাধ্য হয়েই যান চলাচল আইন এবং কোভিড ১৯ এর আইন অমান্য করেই জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষাকারী টি এস আর জওয়ানদের । করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় নিয়ে কাজ করছে টি এস আর ।