বিজেপিতে ‘যাচ্ছেন না’ সৌরভ

অনলাইন ডেস্ক, ৪ মার্চ।। সৌরভ গাঙ্গুলি ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে জানিয়েছে দেশটির বাংলা দৈনিক আনন্দবাজার। নিজেদের সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি লিখেছে, ‘আসন্ন বিধানসভা নির্বাচনে বঙ্গে সৌরভের বিজেপি-র মুখ হয়ে ওঠার সম্ভাবনা কার্যত মিলিয়ে যাচ্ছে।’ আগামী ৭ মার্চ ব্রিগেডে নরেন্দ্র মোদির জনসভা রয়েছে। সেখানে সৌরভ হাজির থাকতে পারেন এবং সে দিনই আনুষ্ঠানিকভাবে তার বিজেপিতে যোগদান সম্পন্ন হতে পারে বলে জোর জল্পনা শুরু হয়েছিল।

কিন্তু আনন্দবাজার বলছে, ‘জল্পনা আপাতত জল্পনাই থেকে যাচ্ছে। এখনই বাস্তব রূপ নিচ্ছে না। সৌরভ এখনই রাজনীতির ময়দানে ব্যাট করতে আগ্রহী নন। সূত্রের খবর, সৌরভ তার এই চূড়ান্ত সিদ্ধান্তের কথা বিজেপি হাইকম্যান্ডকে জানিয়েও দিয়েছেন।’ রাজনৈতিক ইনিংস শুরু নিয়ে জল্পনায় ইতি টানার ব্যাপারে সৌরভ সরাসরি অবশ্য কোনও মন্তব্যই করেননি। তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলেও কোনো সাড়া দেননি। এ দিন সন্ধ্যা থেকে আবার নতুন জল্পনা শুরু হয়, সৌরভ এবং রাজ্যপাল জগদীপ ধনখড়ের সাক্ষাৎকার নিয়ে। চাউর হয়ে যায়, সৌরভ রাজভবনে যাচ্ছেন। যদিও শেষ পর্যন্ত তিনি রাজভবনে যাননি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?