নতুন প্রতিনিধি, আগরতলা, ৯ মে৷৷ রাজধানির মহারাজগঞ্জ বাজারের ত্রিপুরা হোলসেল গ্রোসারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে শনিবার বাজারে কর্মরত লোডিং ও আনলোডিং- এর কাজে নিয়োজিত শ্রমিকদের মাস্ক তুলে দেয়া হয়। তাদের এই উদ্যোগে সহায়তা করেন সাংসদ প্রতিমা ভৌমিক।
শ্রমিকদের জন্য এই উদ্যোগকে স্বাগতও জানান তিনি। ফেইসকভার বাধ্যতামূলক করা হয়েছে। এক্ষেত্রে যারাই বাজারে আসবেন উভয় ক্রেতা ও বিক্রেতা মাস্ক পরিধান করে আসবেন কার আহ্বান জানান সাংসদ প্রতিমা ভৌমিক। সময় সময়ে জল ও সাবান দিয়ে ভালো করে হাত ধোয়ার আহ্বান জানান।
স্বাস্থ্যবিধির যে যে নির্দেশিকা কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে বলা হয়েছে তাকে মান্যতা দিয়ে চলার বিশেষ বার্তা দেন সাংসদ প্রতিমা ভৌমিক। সাবধানতাই একমাত্র উপায় এই করোনা মহামারী থেকে নিস্তার পাওয়ার।
লম্বা লড়াই করে করোনাকে পরাজিত করবে সকলে- তার আশা ব্যক্ত করেন। এতদিন সাধারণ মানুষ প্রশাসনকে সহযোগিতা করেছে বলেই এই লড়াই চালিয়ে যাওয়া সম্ভব হয়েছে। প্রতিষেধক আবিষ্কার না হওয়া পর্যন্ত এভাবেই মানুষকে বিধি-নিষেধের মধ্যে চলতে হবে বলে জানান সাংসদ প্রতিমা ভৌমিক।