কঙ্গো জানায়, দেশটিতে ১১ জনের ইবোলা শনাক্ত হয়েছে এবং এদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। গিনিতে আক্রান্ত হয়েছে ১৭ জন এবং এদের সাতজনের মৃত্যু হয়েছে। সূত্র জানায়, গিনির ইবোলা আক্রান্ত দুজন সুস্থ হয়েছে। কঙ্গোতে এখন পর্যন্ত একজনের সুস্থতার খবর পাওয়া গেছে।
করোনাভাইরাস (কভিড-১৯) মহামারীতে আক্রান্ত মহাদেশটির দুটি দেশে ইবোলা ছড়িয়ে পড়ায় নতুনভাবে আতঙ্ক দেখা দিয়েছে। উল্লেখ্য, ২০১৪ থেকে ২০১৬ সালে পশ্চিম আফ্রিকায় ইবোলায় ১১ হাজার ৩০০ লোকের মৃত্যু হয়েছে। ২৮ হাজার ছয়শ’র বেশি লোক আক্রান্ত হয়েছে।