অনলাইন ডেস্ক, ৩ মার্চ।। মিয়ানমারের আটক প্রেসিডেন্ট উইন মিন্টের বিরুদ্ধে নতুন করে আরও দুটি অভিযোগ আনা হয়েছে। এগুলোর মধ্যে সংবিধান লঙ্ঘনের অভিযোগও রয়েছে। বুধবার তার আইনজীবী খিন মুং জ এ কথা জানিয়েছে। তিনি জানিয়েছেন, সংবিধান লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ তিন বছর কারাদণ্ডের বিধান আছে। গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করার কয়েক ঘণ্টা আগে ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) নেত্রী অং সান সু চির পাশাপাশি দেশটির প্রেসিডেন্ট উইন মিন্টকেও গ্রেপ্তার করে সামরিক বাহিনী।
তখন উইন মিন্টের বিরুদ্ধে করোনাভাইরাসের বিস্তার রোধে জারি করা বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগ আনা হয়। এদিকে সামরিক অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারজুড়ে গণবিক্ষোভ অব্যাহত রয়েছে। প্রথম দিকে সংযম দেখালেও গত কয়েকদিন ধরে বিক্ষোভ দমনে সহিংসপন্থা নিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এতে এ পর্যন্ত অন্তত ২১ বিক্ষোভকারী নিহত হয়েছেন।