রাজ্যে কোভিড পরিস্থিতি দ্রুত স্বাভাবিকের দিকে এগিয়ে চলেছে : শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২ মার্চ।। রাজ্যে কোভিড-১৯ পরিস্থিতি দ্রত স্বাভাবিকের দিকে এগিয়ে চলেছে৷ গত ১৯ জানুয়ারি থেকে সারা দেশের সাথে রাজ্যেও কোভিড-১৯-র টিকাকরণ শুরু হয়েছিলো৷

প্রথম পর্যায়ে রাজ্যে টিকাকরণের হার ছিলো ৮৫.৭ শতাংশ৷ প্রথম পর্যায়ে ৪৭,৮৯৭ জন স্বাস্থ্যকর্মীকে প্রথম ডোজ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিলো৷ টিকা দেওয়া হয় ৪১,০৬৭ জন স্বাস্থ্যকর্মীকে৷ আজ সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ একথা জানান৷

সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, প্রথম পর্যায়ে যাদের টিকা দেওয়া হয়েছে তাদের মধ্যে ২২,৭৮০ জনকে ইতিমধ্যেই দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে৷ ফেবয়ারি মাসে রাজ্যে দ্বিতীয় পর্যায়ে টিকাকরণ করা হয়৷ দ্বিতীয় পর্যায়ে টিকাকরণের লক্ষ্যমাত্রা ছিলো ৬৪,৯৩৮ জন৷ দ্বিতীয় পর্যায়ে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৪৯,৩৬০ জনকে৷

সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, গতকাল থেকে রাজ্যে তৃতীয় পর্যায়ের কোভিড-১৯ ভ্যাকসিনেশন শুরু হয়েছে৷ গতকাল ৬০ বছরের উর্ধে ৭২৮ জনকে টিকা দেওয়া হয়েছে৷ তৃতীয় পর্যায়ে সাংবাদিকদেরও টিকা দেওয়ার সুুযোগ থাকবে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?