অনলাইন ডেস্ক, ২ মার্চ।। গত কয়েকদিনে হু হু করে বেড়েছে গ্যাসের দাম। তিন মাসে দাম বেড়েছে ২২৫ টাকা। তাই নয়, চারদিনের ব্যবধানে মোট ৫০ টাকা দাম বেড়েছে গ্যাসের। রান্নার গ্যাসের এমন লাগামছাড়া মূল্যবৃদ্ধিকে হাতিয়ার করে এবার কেন্দ্রকে তোপ দাগলেন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী।
তাঁর প্রশ্ন, গ্যাসের দাম দিতে কি এবার রক্ত বেচতে হবে দেশবাসীকে? মিমি এদিন টুইটারে লেখেন, ‘আমার বাড়িতে আজ সকালে গ্যাস দিতে এসেছিল। গ্যাসের দাম শুনেই মূর্ছা যাচ্ছি। ক্যায়া হুয়া তেরা ওয়াদা। আত্মনির্ভর ক্যায়া অ্যায়সে বানেগা ইন্ডিয়া খুন বেচকে আপনা’।”
Today morning LPG came to my door nd i collapsed 😡😡.
Kya hua tera vada ??? Aatmanirbhar kya aaisa benaga india khoon bechke apna😡— Mimssi (@mimichakraborty) March 2, 2021
উল্লেখ্য, রবিবার মধ্যরাতে আরও ২৫ টাকা বৃদ্ধি পায় গ্যাসের দাম। ডিসেম্বরে দু’দফায় গ্যাসের দাম বেড়েছিল ১০০ টাকা। আপাতত কলকাতায় ভর্তুকিহীন সিলিন্ডারের দাম ৮৪৫ টাকা ৫০ পয়সা। ফেব্রুয়ারিতে তিন দফায় দাম বেড়ে হল ১০০ টাকা।
এদিকে নিজের পোষ্য চিকুর ক্যান্সার ধরা পড়ায় দীর্ঘদিন ধরে তাই নিয়ে ব্যস্ত অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী। ইদানিং মিটিং মিছিলেও দেখা যাচ্ছে না তাঁকে। এই অবস্থায় মিমির এই টুইটটি কার্যত রাজনীতির ময়দানকে নতুন করে উত্তপ্ত করে তুলল।