স্টাফ রিপোর্টার, আগরতলা, ১ মার্চ।। পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের ক্রমাগত মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার রাজধানী আগরতলা শহরে প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত করেছে সি আই টি ইউ। পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের ক্রমাগত মূল্যবৃদ্ধিতে দেশের জনগণের নাভিশ্বাস ওঠার উপক্রম। প্রতিনিয়তই বাড়ছে জ্বালানির মূল্য। এসব বিষয় নিয়ে সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করে চলেছে। তাতে দেশের বিভিন্ন অংশের মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ধূমায়িত হচ্ছে।
বিরোধীদলগুলো দেশজুড়ে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে শামিল হয়েছে। খাবার রাজধানী আগরতলা শহরে প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত হয়। মিছিলটি রাজধানী আগরতলা শহরে র বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলের অগ্রভাগে ছিলেনসিআইডির রাজ্য সম্পাদক তথা প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ। রাজ্য সম্পাদক শংকর প্রসাদ দত্ত মিছিলে অংশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয় বলেন সারাদেশে পেট্রোলিয়াম সামগ্রিক মূল্য বৃদ্ধি পাচ্ছে তা সারা পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে না।
২০১৪ সালে বিজেপির নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতায় আসার আগে তারা প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় আসলে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম কমাবে। পূর্ববর্তী সরকারের আমাদের দেশে জ্বালানির মূল্য বৃদ্ধি পাওয়ায় বিজেপি তৎকালীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনে শামিল হয়েছিল। কিন্তু বিজেপির নেতৃত্বাধীন সরকার কেন্দ্রের ক্ষমতাসীন হওয়ার পর জ্বালানির মূল্য বৃদ্ধি করেছে। তিনি বলেন আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম অনেক কমে গেছে।ফলে দেশের বাজারে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম আরও অনেক কম হওয়ার কথা। কিন্তু কেন্দ্রীয় সরকার কর্পোরেটদের স্বার্থ রক্ষার জন্য জ্বালানির মূল্য ক্রমাগত বৃদ্ধি করেছে।
তিনি অভিযোগ করেন কেন্দ্রীয় সরকার বাজেটে করপোরেট দের জন্য ১০ লক্ষ কোটি টাকা কর ছাড় দিয়েছে।বাজেটে ঘাটতি পূরণ করার জন্য তারা জ্বালানি মূল্য বৃদ্ধি করে ঘড়ির মধ্যবিত্তদের উপর অধিক করের বোঝা চাপানোর চক্রান্তে লিপ্ত হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। কেন্দ্রীয় সরকার যেভাবে জ্বালানির মূল্য বৃদ্ধি করে চলেছে তাতে যাত্রী এবং পণ্য পরিবহন ভাড়া বৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।তাতে গরীব মধ্যবিত্ত মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।