স্টাফ রিপোর্টার, উদয়পুর, ১ মার্চ।। এক মাসের মধ্যে রান্নার গ্যাসের দাম দেড়শ টাকা বৃদ্ধি পাওয়ায় গ্রাহকদের দুর্দশা চরম আকার ধারণ করেছে। অনেকেই চড়া দামে রান্নার গ্যাস সংগ্রহ করতে পারছেন না।পেট্রোল-ডিজেলের সঙ্গে পাল্লা দিয়ে রান্নার গ্যাসের দাম ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে।
এক মাসের মধ্যে পরপর তিনবার রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় বিশেষ করে আর্থিক দিক দিয়ে অপেক্ষাকৃত গ্রামীণ এলাকার মানুষজন ও কম শিক্ষিত মানুষ জন সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয়েছেন। তাদের মধ্যে অনেকেই রান্নার গ্যাসের পরপর মূল্য বৃদ্ধির বিষয়ে অবগত নন। এ ধরনের চিত্র ধরা পড়েছে উদয়পুরে। মহিলা এবং বৃদ্ধ মায়েরাও রান্নার গ্যাসের জন্য গ্যাস এজেন্সি গুলিতে লাইনে অপেক্ষা করছিলেন।
মন্দির নগরী উদয়পুর এর একটি গ্যাস এজেন্সির সামনে অপেক্ষমান মা-বোনদের জিজ্ঞাসা করা হলে তাদের অনেকেই জানান গ্যাস না নিয়েই তারা বাড়িতে ফিরে যাচ্ছেন।কেন তারা ঘোষণা নিয়ে বাড়িতে ফিরে যাচ্ছেন জানতে চাওয়া হলে তারা জানান এক মাসে পরপর তিনবার কিসের মূল্য বৃদ্ধির বিষয়ে অবগত নন। স্বাভাবিক কারণেই এত টাকা নিয়ে তারা গ্যাস নিতে আসেন নি।
গতমাসে যেখানে ৮২৬ টাকা দিয়ে গ্যাস তুলেছেন সেক্ষেত্রে এ মাসে গ্যাস নিতে লাগছে ৯২৬ টাকা।স্বাভাবিক কারণেই টাকা না থাকায় তারা ঘাস না নিয়ে বাড়ি করে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। রান্নার গ্যাসের ক্রমাগত মূল্যবৃদতে তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। পেট্রোল-ডিজেলের পাশাপাশি যেভাবে রান্নার গ্যাসের দাম বেড়ে চলেছে তাতে অনেক পরিবারের পক্ষেই রান্নার গ্যাস দিয়ে রান্না করা অসম্ভব হয়ে উঠেছে। অনেকেই লাকড়ি সংগ্রহ করে রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।