স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১ মার্চ।। বিশালগড় মহকুমার মধুপুর থানা এলাকার তালতলা গ্রামে সৎ ভাই ও ভাতিজাদের আক্রমণে গুরুতর ভাবে আহত হয়েছে এক যুবক। মধুপুর থানার তালতলা গ্রামে এক যুবককে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে তারই সৎভাই এবং দুই ভাইপো। সংবাদ সূত্রে জানা যায় রহিম মিয়া এবং তার সৎ ভাই তনু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরেই কলহ চলছিল।
তনু মিয়ার দুটি বাড়ি রয়েছে। দুটি বাড়ির দূরত্ব প্রায় ৫০০ মিটার। সৎ বড় ভাই তনু মিয়ার দুই ছেলে রয়েছে। ছেলেরা আলাদা বাড়িতে থাকে। তনু মিঞা ছেলেদের অনুপস্থিতির সুযোগে বাড়িতে গিয়ে পুত্রবধূর সঙ্গে অবৈধভাবে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় বলে অভিযোগ। তার সৎ ভাই রহিম মিয়া শারীরিক সম্পর্কদেখে ফেলে। বিষয়টি সে সমাজের অন্যান্যদেরকে জানায়। বিষয়টি নিয়ে সালিশি সভা হয়। পুত্রবধূ বিষয়টি স্বীকার করে। সালিশী সভায় শশুরকে আর্থিক জরিমানা করা হয়।
বিষয়টি নিয়ে সৎ ভাইয়ের সঙ্গে তাঁর বিবাদ চরম আকার ধারণ করে। তাকে হত্যার ষড়যন্ত্র শুরু হয় বলে অভিযোগ। গত ২৭ ফেব্রুয়ারি রহিম মিয়া বাড়ি থেকে বাজারে যাচ্ছিল। তখনই দুই ভাতিজা মিলে তাকে হত্যার চেষ্টা করে। আক্রান্ত রহিম মিয়ার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এ ব্যাপারে মধুপুর থানায় অভিযুক্তদের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ মামলা গ্রহণ করে এ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার এর সংবাদ নেই। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।