বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ ছাত্রছাত্রীদের

স্টাফ রিপোর্টার, উদয়পুর, ১ মার্চ।। গোমতী জেলার উদয়পুরের তইনানীর পি কে সি পারা দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে সোমবার বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে প্রতিবাদ-বিক্ষোভ আন্দোলনে শামিল হয়। উদয়পুরের তইনানীর পি কে সি পারা দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ের ছাত্র- ছাত্রীরা বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে সোমবার ক্লাস বয়কট করে বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়ে প্রতিবাদ-বিক্ষোভ আন্দোলনে শামিল হয়।

আন্দোলনকারী ছাত্রছাত্রীরা দাবিগুলি সমর্থনে স্লোগান দিতে থাকে।দীর্ঘক্ষণ ধরে চলতে থাকে তাদের এই প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন। বিদ্যালয়ে ককবড়ক বিষয়ের শিক্ষক নিয়োগ, করণিক নিয়োগ ,ডাইনিং রুম ,তৈরি করা ,বাউন্ডারি ওয়াল তৈরি করা এবং প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগের দাবিতে তারা আন্দোলনে শামিল হয়। ছাত্রবিক্ষোভের ফলে সোমবার বিদ্যালয়ের পঠন পাঠন হয়নি।

দাবি পূরণ না হলে আগামী দিনেও তারা আন্দোলনে শমিল হবে বলে জানিয়েছে। দীর্ঘদিন ধরেই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা গুরুত্বপূর্ণ এইসব দাবি জানিয়ে আসছে কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ এবং শিক্ষা দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দাবি পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছেন না বলে অভিযোগ।সে কারণে বাধ্য হয়েই তারা আন্দোলনের পথ বেছে নিয়েছে বলে ছাত্র-ছাত্রীরা জানিয়েছে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?