তিনি তথ্য দিতে গিয়ে জানান একই মালিকের জায়গায় ভাড়া থাকতো একজন ব্যবসায়ী। তাদের দোকানপাট অগ্নিকাণ্ডে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ভাড়াটিয়াদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে প্রশাসন কি কি ব্যবস্থা নিতে পারে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা সফরকালে সাংসদ প্রতিমা ভৌমিক ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন ক্ষতিগ্রস্ত বাড়ির মালিককে সর্বোচ্চ আর্থিক সাহায্য প্রদান এর প্রশাসনিক উদ্যোগ নেওয়া হচ্ছে।
ভাড়াটিয়াদের ক্ষতিপূরণ দেওয়ার তেমন কোনো ব্যবস্থা নেই।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যাতে ক্ষতিপূরণ পেতে পারে সে জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলেও আশ্বস্ত করেছেন সাংসদ প্রতিমা ভৌমিক। স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার সন্ধ্যা ছয়টা কুড়ি মিনিট নাগাদ বাইক মেকানিক এর অসতর্কতার কারনে ধার্য পদার্থ আগুন লেগে যাওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তাতেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।