নতুন প্রতিনিধি, আগরতলা, ৯ মে৷৷ রাজ্যে করোনা চিকিৎসার ক্ষেত্রে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য যে সামগ্রী দেয়া হয়েছে তা অত্যন্ত নিম্নমানের বলে অভিযোগ করেছেন প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন৷ আজ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে লেখা এক চিঠিতে এই গুরুতর অভিযোগ করেছেন শ্রী রায়বর্মন৷
চিঠির শুরুতেই সুদীপবাবু হতাশার সুরে বলেন তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে এবং মুখ্যসচিবের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন৷ কিন্তু, মুখ্যমন্ত্রী এবং মুখ্যসচিবের কাছ থেকে তিনি কোন প্রত্যুত্তর পাননি৷ চিঠিতে সুদীপ রায় বর্মন বলেন, রাজ্য সরকার সম্প্রতি বিভিন্ন শ্রেণীর প্রায় নয় হাজার পিপিই কিট আমদানি করেছে৷ এর মধ্যে কেবলমাত্র ৯১৪টি পিপিই কিট এইচআইএলের মাধ্যমে সরবরাহ করা হয় এবং ওই কিটগুলি প্রকৃত অর্থেই ভাল অবস্থায় ছিল৷ চোখের উপর সংগ্রম প্রতিরোধে যথাযথ সিল সহ কালো চরমা অত্যন্ত প্রয়োজন৷
তাছাড়া ভেন্টিজ ক্লিয়ার অল সেনিটাইজারে এলকোহলের পরিমাণ নিয়েও অভিযোগ করেছেন তিনি৷ তাঁর অভিযোগ, পিপিই কিট সহ অন্যান্য সামগ্রী ক্রয়ের ক্ষেত্রে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক এই সমস্ত সামগ্রীর গুণমান পরীক্ষা করার প্রয়োজন রয়েছে৷ নিম্নমানের সামগ্রী সরবরাহ করা কোম্পানীগুলিকে কলো তালিকাভুক্ত করতে বিধায়ক সুদীপ রায় বর্মন মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেছেন৷