হাজিরার দিনে সু চির বিরুদ্ধে নতুন অভিযোগ

অনলাইন ডেস্ক, ১ মার্চ।। মিয়ানমারের গৃহবন্দী নেত্রী অং সান সু চির বিরুদ্ধে আদালতে নতুন অভিযোগ এনেছে সেনাবাহিনী। সোমবার ভিডিও কলের মাধ্যমে হাজিরা দেয়ার সময় ঔপনিবেশিক যুগের পেনাল কোডের একটি অভিযোগের কথা জানতে পারেন তিনি। রয়টার্স জানিয়েছে, তথ্য প্রকাশ করে সাধারণ মানুষের শান্তি নষ্ট করার অভিযোগ আনতে এই ধারা ব্যবহার করা হয় মিয়ানমারে। সু চির বিরুদ্ধে এর আগে আরও দুটি অভিযোগ আনা হয়।

একটি ছিল ওয়াকিটকি কেনার। আরেকটি প্রাকৃতিক দুর্যোগ সংক্রান্ত আইন ভঙ্গ।পরবর্তী শুনানি হবে ১৫ মার্চ। সু চির আইনজীবীরা জানিয়েছেন, শুনানির আগে নেত্রীর সঙ্গে তারা দেখা করতে পারেননি। ৭৫ বছর বয়সী সু চি যখন শুনানিতে ছিলেন, তখন রাজপথে বিক্ষোভ করেছেন সাধারণ মানুষ। রবিবার একদিনেই ১৮ জন মারা যাওয়ার পর দেশটিতে আন্দোলন আরও তীব্র হচ্ছে। সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ১ ফেব্রুয়ারি মিয়ানমারের ক্ষমতায় আসে সেনাবাহিনী।

গ্রেপ্তার করা হয় সু চিসহ তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) শীর্ষস্থানীয় নেতাদের। অভ্যুত্থানের প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ চলমান রয়েছে। সেনা অভ্যুত্থানের পর ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। রাজধানী নেপিডোতে সেনাশাসন বিরোধী বিক্ষোভকালে গুলিতে আহত হন ২০ বছরের এক তরুণী। তিনি নেপিডোর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।২০ ফেব্রুয়ারি একদিনে মারা যান দুজন। একটি শিপইয়ার্ডের কর্মীদের সেনাবিরোধী আন্দোলন নিয়ন্ত্রণ করতে পুলিশ গুলি চালালে ওই দুজন প্রাণ হারান।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?