স্টাফ রিপোর্টার, আমবাসা, ২৮ ফেব্রুয়ারী।।
রাজ্যের প্রত্যেক জনজাতি সম্পদায়ের নিজস্ব কৃষ্টি ও সংসৃকতি রয়েছে৷ জনজাতি সম্পদায়ের কৃষ্টি ও সংসৃকতির বিকাশে সরকার অগ্রাধিকার দিয়েছে৷ জনজাতি সম্পদায়ের সমাজপতিকে স্বীকৃতি ও সম্মাননা প্রদান রাজন্য যুগে প্রচলিত ছিল৷
বর্তমান সরকার জনজাতি গোষ্ঠীর সমাজপতিদের সম্মান জানানোর উদ্যোগ নিয়েছে৷ আজ লংতরাইভ্যালি মহকুমার মাধবচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে চাকমা সম্পদায়ের ও গণ্ডাছড়া মহকুমার কবিগুরু রবীন্দ্রনাথ স্মৃতি মাঠে ত্রিপুর সম্পদায়ের সমাজপতিদের সম্মাননা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন৷
ত্রিপুরা রাজ্য চাকমা সামাজিক পরিষদের উদ্যোগে এবং সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের উদ্যোগে লংতরাইভ্যালি মহকুমার মাধবচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে চাকমা কারবারী বা সমাজপতিদের সম্মাননা জানানোর জন্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই অনুষ্ঠানের উদ্বোধন করেন৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, আজকের দিনটি চাকমা সমাজের ও রাজ্যের ইতিহাসে এই মরণীয় দিন৷ তিনি বলেন, বর্তমান সরকার প্রতিটি জনজাতি গোষ্ঠীর সংস্ক’তি ও পরম্পরার উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করছে৷
https://www.facebook.com/watch/?v=774496453448902
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী সান্তনা চাকমা৷ উপস্থিত ছিলেন বিধায়ক শম্ভুলাল চাকমা৷ অনুষ্ঠানে চাকমাদের রাজ্যস্তরের নতুন স্বীকৃত কারবারী সুুখময় চাকমাকে সম্মাননা প্রদান করা হয়৷
মুখ্যমন্ত্রী তাঁর হাতে শংসাপত্র তুলে দেন৷ গণ্ডাছড়া মহকুমার কবিগুরু রবীন্দ্রনাথ স্মৃতি মাঠে আজ বিকেলে এক অনুষ্ঠানে ত্রিপুর সমাজের সমাজপতি বীরেন্দ্র ত্রিপুরাকে সম্মাননা দেওয়া হয়৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তাঁর হাতে শংসাপত্র তুলে দেন৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা ও ধলাই জেলার জেলাশাসক গোবেকর ময়ূর রতিলাল৷
https://www.facebook.com/watch/?v=139919794666698
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, জনজাতি গোষ্ঠীদের প্রথা অনুযায়ী জনজাতি সম্পদায়ের কৃষ্টি ও সংসৃকতি, রীতি-নীতির পরম্পরা ধরে রাখার জন্য সমাজপতিকে সম্মানিত করা হল৷ তিনি বলেন, জনজাতি সম্পদায়ের সমাজপতিরাই সমাজব্যবস্থাকে সুুন্দর করে গড়ে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নেন৷