অসম সরকার ট্রাক চালকের নমুনা পরীক্ষা করে নিক, সমস্ত অস্পষ্টতা দূর হয়ে যাবে : শিক্ষামন্ত্রী

নতুন প্রতিনিধি, আগরতলা, ৯ মে৷৷ রাজ্যের চুড়াইবাড়িতে সন্ধান পাওয়া কোভিড-১৯ পজিটিভ ট্রাক চালক বর্তমানে করিমগঞ্জে চিকিৎসাকর্মীদের অধীনে রয়েছেন৷ তবে, এ-বিষয়ে কোন সন্দেহ থাকলে অসম সরকার ওই ট্রাক চালকের পরীক্ষা করে দেখুক৷ আজ সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এ-কথা বলেন ত্রিপুরার শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ আসলে প্রশ্ণ উঠেছে, কোন নমুনা নেওয়া হয়নি বলে ওই ট্রাক চালক দাবি করেছেন, সেক্ষেত্রে কোভিড-১৯ পজিটিভ রোগী কোথায় রয়েছেন৷

তাতে শিক্ষামন্ত্রীর জবাব, অসম সরকার ওই ট্রাক চালকের নমুনা পরীক্ষা করে নিক৷ তবেই, সমস্ত অস্পষ্টতা দূর হয়ে যাবে৷ চুড়াইবাড়িতে ট্রাক চালকের কোভিড-১৯ পজিটিভ’’র ঘটনায় দিনভর ত্রিপুরা অসমে বিভ্রান্তিকর পরিস্থিতি বিরাজ করেছে৷এ-বিষয়ে ত্রিপুরা-র শিক্ষা মন্ত্রী বলেন, ওই ট্রাক চালক বর্তমানে করিমগঞ্জ জেলা স্বাস্থ্য কর্মীদের তত্বাবধানে রয়েছেন৷ তিনি বলেন, দুইজন ট্রাক চালকের নাম একই হওয়ায় বিভ্রান্তি ছড়িয়েছিল৷ জাকিরুল হক এবং জাকিরুল হুসেন ওই ট্রাক চালকের নমুনা সংগ্রহ করা হয়েছিল৷ তাদের মধ্যে জাকিরুল হোসেন-কে মাধববাড়ি থেকে নিয়ে গিয়ে শিপার্ডে একান্তবাস-এ রাখা হয়েছে৷ সাথে তার নমুনা পরীক্ষাও হয়েছে৷ রিপোর্ট নেগেটিভ এসেছে৷অন্যদিকে, চুড়াইবাড়িতে ট্রাক চালক জাকিরুল হক-র নমুনা সংগ্রহ করা হয়েছিল৷ তার কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে, বলেন তিনি৷

শিক্ষামন্ত্রীর দাবি, জাকিরুল হক ট্রাক নিয়ে ত্রিপুরা থেকে বেরিয়ে গিয়েছিল৷ তাকে বর্তমানে করিমগঞ্জ-এ জেলা স্বাস্থ্য কর্মীদের তত্বাবধানে রাখা হয়েছে৷ কিন্তু, ওই ট্রাক চালক দাবি করেছেন, ত্রিপুরায় তার নমুনা সংগ্রহ করা হয়নি৷ শুধু থার্মাল পরীক্ষা করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে৷ এ-বিষয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য, অসম সরকার ওই ট্রাক চালকের নমুনা পরীক্ষা করে দেখুক৷ যদি রিপোর্ট নেগেটিভ আসে, তবে এ-নিয়ে আমাদের নতুন করে ভাবতে হবে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?