স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৭ ফেব্রুয়ারী।। রাজ্যেও স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী চন্দ্রশেখর আজাদের শহীদান দিবস পালন করা হয়েছে৷ একই সাথে ছিলো গুরু রবিদাস জয়ন্তী পালন৷ সারা ভারত কৃষক সভা সহ বিভিন্ন সংগঠন এই কর্মসূচি পালন করেছে৷ মজদুর কিষাণ একতা দিবস হিসাবে এদিনের এই কর্মসূচি পালন করা হয় আগরতলায়৷
উল্লেখ্য, সারা দেশের কৃষক আন্দোলনের যুক্ত মঞ্চ ‘সুংযুক্ত কিষাণ মোর্চা’ ও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের যুক্ত মঞ্চ যৌথভাবে গুরু রবি দাস ও স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী চন্দ্র শেখর আজাদের শহীদান দিবসকে ‘মজদুর কিষাণ একতা দিবস’ পালনের সিদ্ধান্ত নেয়৷ এর অঙ্গ হিসাবে যথাযোগ্য মর্যাদায় রাজ্যেও পালিত হলো গুরু রবিদাস জয়ন্তী ও বিপ্লবী চন্দ্রশেখর আজাদের শহীদান দিবস৷ ২৭ ফেব্রুয়ারি শনিবার মেলারমাঠের ভানু ঘোষ স্মৃতি ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করে সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটি৷
অনুষ্ঠানের শুরুতে গুরু রবিদাস ও বিপ্লবী চন্দ্র শেখর আজাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন কৃষক সভার সম্পাদক পবিত্র কর৷ এরপর একে একে পুষ্পার্ঘ নিবেদন করেন কিষাণ সভার ভাইস প্রেসিডেন্ট মতিলাল সরকার, সিটুর রাজ্য সম্পাদক শংকর প্রসাদ দত্ত, রতন দাস, মধুসূদন দাস৷
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পবিত্র কর বলেন, উত্তর প্রদেশের এক চর্মকারের ঘরে গুরু রবিদাসের জন্ম৷ সমাজের চোখে তিনি ছিলেন অস্পৃশ্য৷ এসবের তোয়াক্কা না করেই গুরু রবিদাস জীবনের বেশির ভাগ সময় একজন সুফি সাধক হিসেবেই অতিবাহিত করেন৷
শিখদের আদি গ্রন্থে গুরু রবিদাসের ৪১টি কবিতা অন্তর্ভুক্ত হয়৷ আজ থেকে প্রায় ৪০০ বছর আগে গুরু রবিদাস ধর্মীয় গোড়ামী ও ব্রাহ্মনবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন৷ চন্দ্রশেখর আজাদের স্মৃতিচারণ করতে গিয়ে শ্রী কর বলেন, ভারতের সার্বিক স্বাধীনতায় বিশ্বাসী ছিলেন চন্দ্রশেখর আজাদ৷
প্রথমে মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনে অংশ নেন৷ পরে বিপ্লবী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন৷ হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের একজন সংগঠক হিসাবে উল্লেখযোগ্য অবদান রাখেন৷ স্বাধীনতা সংগ্রামী লালা লাজপত রায়ের নৃশংস হত্যাকাণ্ডের বদলা নিতে ইংরেজ পুলিশ অফিসার স্যান্ডার্সকে হত্যা করেন৷
https://www.facebook.com/krishaksabha.org/videos/439001520710244/
আত্মগোপন থাকাকালীন এক সঙ্গীর চরম বিশ্বাসঘাতকতায় পুলিশ তাকে চারদিকে ঘিরে ধরে৷ তবু দমবার পাত্র নন চন্দ্র শেখর৷ লড়াই চলতে থাকে৷ গুলি প্রায় ফুরিয়ে যায়৷ ব্রিটিশ পুলিশের গ্রেফতার এড়াতে চন্দ্র শেখর নিজের গুলিতে শহীদদের মৃত্যু বরণ করেন৷
চন্দ্র শেখর আজাদ ছিলেন ভগৎ সিংহের অন্যতম আদর্শ পুরুষ৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিটুর রাজ্য সম্পাদক শংকর প্রসাদ দত্ত৷ আগামীদিনেও বিভিন্ন ইস্যুতে আন্দোলন জারি থাকবে বলে সারা ভারত কৃষক সভার তরফে জানানো হয়৷