স্টাফ রিপোর্টার, কল্যানপুর, ২৭ ফেব্রুয়ারী।।আমাদের রাজ্যের জনজাতিদের সুপ্রাচীন ঐতিহ্য হচ্ছে পাছড়া বয়ন করা৷ এই কাজ পরম্পরাগতভাবে আমাদের কৃষ্টি এবং সংস্কৃতির ধারক ও বাহক৷ বর্তমান সময়ে রাজ্য সরকার জনজাতিদের আর্থিকভাবে স্বনির্ভর করার প্রশ্ণে সর্বদাই পাশে আছে৷
আগামীদিনেও রাজ্যের সার্বিক স্বার্থে এই কর্মসূচী অব্যাহত থাকবে৷ কল্যানপুর ব্লকের অন্তর্গত সাতটি এ ডি সি ভিলেজের নির্বাচিত প্রায় সাড়ে চারশ সুবিধাভোগির হাতে পাছড়া তৈরীর উপকরন সূতা তুলে দেওয়া উপলক্ষ্যে কল্যানপুর ব্লক পঞ্চায়েত সমিতির হলঘরে আয়োজিত বিশেষ অনুষ্ঠানের উদ্বোধন করে নিজের আলোচনায় কথাগুলি বললেন বিধায়ক পিনাকি দাস চৌধুরি৷
এদিন এই অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও সামিল ছিলেন কল্যানপুর ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সোমেন গুপ, ভাইস চেয়ারম্যান রাজীব পাল, সমষ্টি উন্নয়ন আধিকারিক ইসতার জংথে, পঞ্চায়েত আধিকারিক দেবজানি বসু রায় প্রমুখরা৷ এদিন এই সূতা বিতরনকে ঘিরে গোটা ব্লক চত্বরে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়৷