নাশকতার আগুনে  পুড়ে ছাই  ৩৫ থেকে ৪০ কানি  রাবার বাগান

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৬ ফেব্রুয়ারী।।নাশকতার আগুনে  পুড়ে ছাই  ৩৫ থেকে ৪০ কানি  রাবার বাগান৷ ঘটনা  আমতলী থানাধীন  রানিরখামার গ্রাম পঞ্চায়েতের  ঝরঝরিয়া এলাকায়৷ উল্লেখ্য  আজ দুপুরে   কাঞ্চনমালা এলাকার  সুজয় মজুমদার , ভজন মজুমদারসহ  মোট ৫ জনের  রাবার বাগান  আগুনে পুড়ে  ছাই হয়ে যায়৷

প্রথমে ঝরঝরিয়া এলাকার এক ব্যক্তি  আগুন দেখতে পেয়ে  চিৎকার শুরু করলে  পার্শবর্তী বাড়িঘরের  মানুষ ছুটে এসে  বাগানের মালিকদের  খবর পাঠানো হয়৷ বাগানের মালিকরা  দ্রুত ছুটে এসে  তাদের বাগানের এই অবস্থা দেখতে পেয়ে  তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে৷ ঘটনার খবর পেয়ে   সাংবাদিকরা ছুটে গিয়ে  বাধারঘাট  অগ্ণিনির্বাপক দপ্তরে  খবর পাঠায়৷

খবর পেয়ে অগ্ণিনির্বাপক দফতরের কর্মীরা  একটি ইঞ্জিন নিয়ে  ঘটনাস্থলে ছুটে  আসে৷ ততক্ষণে  রাবার বাগান এর সম্পূর্ণ অংশ  পুড়ে ছাই হয়ে যায়৷ বাগান মালিকরা এবং  এলাকাবাসীরা ধারণা করছে  নাশকতামূলক  ভাবে এই অগ্ণিসংযোগ করা হয়েছে৷

এদিকে এ ঘটনার খবর পেয়ে  কাঞ্চনমালা  পঞ্চায়েতের উপপ্রধান  যতন সরকারসহ  এলাকার বিশিষ্ট ছুটে যান৷ জানা গেছে বাগান মালিকরা  আমতলী থানা  একটি মামলা দায়ের করতে যাবেন৷ রাবার বাগানে এই অগ্ণিসংযোগের  ফলে  কাঞ্চনমালা এবং  ঝরঝরিয়া এলাকায়  উত্তেজনা বিরাজ করছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?