নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিস্ময়কর টেস্ট

অনলাইন ডেস্ক, ২৫ ফেব্রুয়ারী।। ভারতের মাটিতে দ্বিতীয় দিবারাত্রির টেস্ট ম্যাচ আয়ু পেল মাত্র দুই দিন। ইংল্যান্ডকে গুঁড়িয়ে ম্যাচটা ১০ উইকেটে জিতে নিল বিরাট কোহলির দল। চার ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টে জয়ের সুবাদে সিরিজে ২-১ এ এগিয়ে গেল স্বাগতিকেরা। আহমেদাবাদের মোতেরার নরেন্দ্র মোদি স্টেডিয়ামের উইকেট ব্যাটসম্যানদের জন্য ছিল চ্যালেঞ্জিং। এক কথায় বলা যায় বিস্ময়কর এক ম্যাচ দেখল দর্শক। এক দিনেই যেখানে পড়ল ১৭ উইকেট। সেটাও মাত্র দুই সেশনে। দুই দলের ব্যাটারদেরই সংগ্রাম করতে হয়েছে।

বোলিংয়ের কথা বললে প্রতিপক্ষের থেকে ভারত এগিয়ে থাকল ঢের। আর তাতেই ম্যাচটা পকেটে পুরল দলটি। প্রথম ইনিংসে মাত্র ১১২ রানে ‍গুটিয়ে যাওয়া ইংল্যান্ড ভারতের স্কোরও বড় হতে দেয়নি। ৩ উইকেটে ৯৯ রানে দিন শুরু করা ভারত ১৪৫ রানে আটকে যায়। কিন্তু ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে সুযোগটা কাজে লাগাতে পারেনি। গুটিয়ে যায় ৮১ রানে। তাতে ভারতের সামনে ৪৯ রানের লক্ষ্য দাঁড়ায়। রোহিত শর্মা (২৫*) ও শুভমান গিলের (১৫*) ব্যাটে যা সহজেই পেরিয়ে যায় ভারত। ৭.৪ ওভার লেগেছে লক্ষ্যে পৌঁছাতে। ম্যাচে রাজত্ব করেছেন স্পিনাররা।

সকালের সেশনে ইংলিশ অধিনায়ক জো রুট ৬.২ ওভার বল করেন ৮ রান খরচায় ৫ উইকেট শিকার করেন। পরে ভারতের পক্ষে অক্ষর প্যাটেল ও রবিচন্দ্রন অশ্বিন দাপট দেখান। প্যাটেল ৩২ রান খরচায় নেন ৫ উইকেট। অশ্বিন ৪৮ রান খরচায় নেন ৪ উইকেট। টেস্ট ক্যারিয়ারে যিনি পূরণ করেন ৪০০ উইকেটের মাইলফলক। ম্যাচসেরা হয়েছেন অক্ষর প্যাটেল। প্রথম ইনিংসে ৬ উইকেটসহ ম্যাচে যার শিকার ১১ উইকেট। সংস্কারের পর মোতেরা স্টেডিয়ামে এটিই ছিল প্রথম আন্তর্জাতিক ম্যাচ। ১ লাখ ৩২ হাজার দর্শক সংবলিত এই স্টেডিয়ামটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম।

আগের দিনই যে স্টেডিয়ামের নাম রাখা হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে। এই জয়ের সুবাদে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এসেছে ভারত। নিউজিল্যান্ডের ফাইনাল নিশ্চিত হয়েছে আগেই। এখন তাদের প্রতিপক্ষের জন্য অপেক্ষা। ইংলিশদের বিপক্ষে শেষ টেস্ট ড্র করলেই ফাইনাল নিশ্চিত হয়ে যাবে ভারতের। একই ভেন্যুতে শেষ টেস্ট শুরু হবে ৪ মার্চ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?