রাজ্যের পুরনো ব্যবসায়ীদের সঙ্গে ভারত সরকারের অধিগৃহীত সংস্থার এই মৌ স্বাক্ষর নিয়ে রাজ্যের ব্যবসায়ী মহলে খুশীর হাওয়া। আগামী দিনে ত্রিপুরার ব্যবসায়ীদের জন্য নতুন দিগন্ত খুলে যাচ্ছে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এই কথা বলেন অল ত্রিপুরা মার্চেন্ট এসোসিয়েশনের সম্পাদক সুজিত রায়। এই উদ্যোগের জন্য মুখ্যমন্ত্রী, দুই দেশের প্রধানমন্ত্রী-কে রাজ্যের ব্যবসায়ীদের পক্ষ থেকে ধন্যবাদ জানান তিনি।
গত ২৩ জুলাই এই ট্রায়াল রান সফল ভাবে হয়। এরপর এই পথে পণ্য আমদানী ও রাপ্তানী করা সহসাই শুরু হবে। এভাবে পণ্য পরিবহনের ক্ষেত্রে সড়ক পথে অতিক্রম করতে হত ১৬০০ কিলোমিটার। এবার তা দারাবে ৪২০ কিলোমিটারে। সাব্রুম থেকে চিটাগাং বন্দরের দূরত্ব মাত্র ৭২ কিলোমিটার। আর আগরতলা থেকে ২০০ কিলোমটার।