বাগানের পাশের জঙ্গলে লরিতে বোঝাই করা গাঁজা উদ্ধার

স্টাফ রিপোর্টার, বামুটিয়া, ২৫ ফেব্রুয়ারী।। বামুটিয়া বিধানসভার অন্তর্গত দুর্গাবাড়ি স্থিত গ্রীন টাচ্ রিসোর্ট সংলগ্ন চা বাগানের পাশের জঙ্গলে লরি ভর্তি গাঁজা উদ্ধার করে এনসিসি থানার এসডিপিও প্রিয়া মাধুরী মজুমদারের নেতৃত্বে বিশাল পুলিশ ও টি এস আর বাহিনী। গাড়ি চালক ও সহ চালক পালিয়ে গেলেও গ্রামবাসীদের সহযোগিতায় গাড়িটির লক ভাঙতে সক্ষম হয় পুলিশ।  পরে গারিতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণে গাঁজা। এই অভিযানে মোট ৫০০কেজি গাঞ্জা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।  গাড়িটিও আটক করা হয়।

এন সি সি থানার এস ডি পি ও- প্রিয়া মাধুরী মজুমদার জানান বুধবার গভীর রাতে পুলীশের কাছে খবর আসে দুর্গাবাড়ি স্থিত গ্রীন টাচ্ রিসোর্ট সংলগ্ন চা বাগানের সামনে একটি ছয় চাকার গারি দাড়িয়ে আছে। সেই গারিতে নেশা সামগ্রী মজুত রয়েছে বলে জানতে পারে পুলিশ। সেই মোতাবেক এন সি সি এবং এয়ারপোর্ট থানার সহযোগিতায় অভিযান চালানো হয়। গারি থেকে তল্লাশি চালিয়ে মোট ১২৭ টি প্যাকেটে ৫০০ কেজি শুঁকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়।

গারির চালককে আটক করা সম্ভব হয়নি। তবে পুলিশ গারির মালিকের বিরুদ্ধে মামলা নিয়েছে। পুলিশ জানতে পারে গারির মালিক গাড়িটি চালাচ্ছিল। মালিকের নাম নন্দন ভৌমিক। তার বাড়ী মোহনপুর এলাকায়। সেই বাড়িতে অভিযান চালিয়ে কাউকে পাওয়া যায়নি। কিন্তু অভিযুক্তের খোঁজে তল্লাশি অব্যাহত রেখেছে পুলিশ। আটক গাজার বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা বলে জানান এনসিসি থানার এসডিপিও প্রিয়া মাধুরী মজুমদার।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?