রাজ্যে ২০২১ সালে এখন পর্যন্ত ৫৬,২৭৪টি পাসপাের্ট দেওয়া হয়েছে

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৫ ফেব্রুয়ারী। রাজ্যে ২০২১ সালে এখন পর্যন্ত ৫৬,২৭৪টি পাসপাের্ট দেওয়া হয়েছে। তাছাড়া ২০১৮ সালে ৬, ১৫,৩০৮টি, ২০১৯ সালে ৫,৪৬,৬ ১০টি এবং ২০২০ সালে ৩,২৬,৬৫০টি পাসপাের্ট দেওয়া হয়েছে। আজ আগরতলা জেকশন গেইটস্থিত পাসপাের্ট সেবাকেন্দ্র কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে কলকাতা রিজিওন্যাল পাসপাের্ট সেবাকেন্দ্রের পাসপাের্ট আধিকারিক বিভূতি ভূষণ কুমার একথা জানান।

সাংবাদিক সম্মেলনে তিনি জানান, বর্তমানে নানা ধরণের ফেইক ওয়েবসাইটের কারণে সাধারণ অংশের জনগণকে পাসপাের্ট পেতে অনেক বেশি টাকা ব্যয় করতে হয়। তিনি জানান, www.passportindia.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে পাসপাের্ট করতে ফি জমা করতে হয় ১,৫০০ টাকা। তাছাড়া পাসপাের্টের জন্য অন্য সমস্ত ওয়েবসাইটগুলি ফেইক। তিনি জানান, পুলিশ ভেরিফিকেশন অ্যাপ ব্যবহারের মাধ্যমে সহসাই ত্রিপুরাতে পাসপাের্ট পরিষেবা সরলীকরণ করা হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?