সাংবাদিক সম্মেলনে তিনি জানান, বর্তমানে নানা ধরণের ফেইক ওয়েবসাইটের কারণে সাধারণ অংশের জনগণকে পাসপাের্ট পেতে অনেক বেশি টাকা ব্যয় করতে হয়। তিনি জানান, www.passportindia.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে পাসপাের্ট করতে ফি জমা করতে হয় ১,৫০০ টাকা। তাছাড়া পাসপাের্টের জন্য অন্য সমস্ত ওয়েবসাইটগুলি ফেইক। তিনি জানান, পুলিশ ভেরিফিকেশন অ্যাপ ব্যবহারের মাধ্যমে সহসাই ত্রিপুরাতে পাসপাের্ট পরিষেবা সরলীকরণ করা হবে।