স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৪ ফেব্রুয়ারী।। রাজ্যে সরকার পরিবর্তনের ফলে ভাগ্যের চাকা ঘুরলো রাজধানীর রনজিৎ নগর এলাকার বাসিন্দাদের। রনজিৎ নগর এলাকার বাসিন্দাদের দীর্ঘ দিনের দাবি ছিল এলাকার রাস্তাটি সিসি রোড করে দেওয়া হোক।
পূর্বতন সরকারের এম্য এই নিয়ে বহুবার দাবি জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। এলাকাবাসিদের অভিযোগ পূর্বতন সরকারের সময় শাসক দলীয় নেতারা দুই দিন পর পর চাদার জন্য এলাকায় যেত। কিন্তু তাদের দাবি পূরণ করা হয়নি। ফলে বর্ষাকালে এলাকার বাসিন্দাদের চরম ভোগান্তির শিকার হতে হতো। বর্ষাকালে এলাকার রাস্তাটি নোংরা জলে ডুবে যেত।
এলাকাবাসিরা আরও জানায় রাজ্যে সরকার পরিবর্তনের পর তারা ফের একবার এলাকার রাস্তাটি সিসি রোড করে দেওয়ার জন্য দাবি জানায়। সেই মোতাবেক এলাকার রাস্তাটি সিসি রোড করা হচ্ছে বর্তমানে। রাস্তার পাশে পাকা ড্রেইনও করা হচ্ছে। তার জন্য যথেষ্ট খুশি এলাকার বাসিন্দারা। এলাকার বাসিন্দারা তার জন্য এলাকার বিধায়ক সহ রাজ্য সরকারকে ধন্যবাদ জানান।