অনলাইন ডেস্ক, ২৪ ফেব্রুয়ারী।। অনেকের হয়তো মনে নেই ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: দ্য কার্স অব দ্য ব্ল্যাক পার্ল’ ছবিতে জলদস্যুর ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেন জো সালডানা। তবে পরে আর সিক্যুয়ালে অভিনয় করেননি। কারণ হিসেবে জানান, ওই সিনেমার সেটের অভিজ্ঞতা ভালো ছিল না।
নতুন খবর হলো এই— জলদস্যু কেন্দ্রিক সিনেমায় মূল চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন একাধিক বিলিয়ন ডলার আয় করা সিনেমার এই অভিনেত্রী। সালডানার এই ছবির নাম ‘দ্য ব্ল্যাফ’, যার প্রেক্ষাপটও ক্যারিবীয় অঞ্চল।জানা গেছে, বেশ প্রতিযোগিতামূলক নিলামের মাধ্যমে নেটফ্লিক্স ছবিটি জিতে নিয়েছে। যার কাহিনি ১৮ শতকের এক ক্যারিবিয়ান নারীকে নিয়ে।
ছোট্ট এক দ্বীপে জলদস্যু বাহিনীর আক্রমণের পর তার অতীত প্রকাশ হয়ে পড়ে।বলা হচ্ছে, অ্যাকশন ও ঐতিহাসিক প্রেক্ষিতে লেখা হয়েছে এ ফিকশন। যেখানে নায়িকাকে দেখা যাবে একদল অত্যাচারীকে প্রতিহত করতে।‘দ্য ব্ল্যাফ’ পরিচালনা করছেন ফ্র্যাঙ্ক ই ফ্লাওয়ার্স। প্রযোজনা করছেন বিখ্যাত রুশো ব্রাদার্স।জো সালডানাকে সর্বশেষ ২০২০ সালে ‘ভ্যাম্পায়ারস ভার্সেস দ্য ব্রঞ্জ’ ছবিতে ক্যামিও রোলে দেখা গেছে।
চলতি বছর কোনো ছবি মুক্তির মিছিলে না থাকলেও হাতে রয়েছে লোভনীয় অনেক প্রজেক্ট। যেমন; দ্য অ্যাডাম প্রজেক্ট, অ্যাভাটার টু, গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি ভলিউম থ্রি, অ্যাভাটার থ্রি এবং ডেভিড ও. রাসেলের নাম ঠিক না হওয়া ছবি।