অনলাইন ডেস্ক, ২৪ ফেব্রুয়ারী।। চোখ ধাঁধানো এক ওভারহেড কিকে আতলেতিকোকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে ওঠার পথে কিছুটা এগিয়ে রইল চেলসি।বুখারেস্টে মঙ্গলবার রাতে শেষ ষোলোর প্রথম লেগে ওই এক গোলেই (১-০) জিতেছে টমাস টুখেলের দল।সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দুই ম্যাচে হারল আতলেতিকো। লা লিগায় গত রাউন্ডে লেভান্তের বিপক্ষে ২-০ গোলে হারে তারা।
চেলসির মাঠে আগামী ১৭ মার্চ ফিরতি লেগে খেলবে আতলেতিকো।এদিন প্রথমার্ধে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই। এই অর্ধে অধিকাংশ সময় বল দখলে রাখে চেলসি।বিরতির আগে আতলেতিকো গোলের উদ্দেশে শট নিতে পারে কেবল একটি। এই সময়ে চেলসির পাঁচ শটের দুটি ছিল লক্ষ্যে।৬৮তম মিনিটে জয়সূচক গোলটি পায় চেলসি।
ডি-বক্সে আতলেতিকোর ডিফেন্ডার মারিও এরমেসোর পায়ে লেগে বল ওপরে ওঠার পর ওই ওভারহেড কিকে জাল খুঁজে নেন জিরুদ। রেফারি শুরুতে অফসাইডের বাঁশি বাজালেও ভিএআরে পাল্টায় সিদ্ধান্ত। আসরে ফরাসি ফরোয়ার্ডের এটি ষষ্ঠ গোল। গ্রুপ পর্বে এক ম্যাচেই তিনি চার গোল করেছিলেন সেভিয়ার বিপক্ষে।