ভাগ্যবতী মিলা কুনিস

অনলাইন ডেস্ক, ২৩ ফেব্রুয়ারী।। আক্ষরিক অর্থে নিলে এ শিরোনাম নিয়ে খানিকটা ভুল বোঝাবুঝি হবে। তবে, জেনে নিন শিগগিরই জীবিতদের মধ্যে সবচেয়ে ভাগ্যবতী হতে যাচ্ছেন মিলা কুনিস। আর সিনেমার জন্যই এটি ঘটছে।

ভ্যারাইটি ডটকম জানায়, বেস্ট-সেলিং উপন্যাস অবলম্বনে নেটফ্লিক্সের জন্য তৈরি হতে যাচ্ছে ‘লাকিয়েস্ট গার্ল অ্যালাইভ’ শিরোনামের ছবি। তাতেই সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন মিলা।২০১৫ সালে প্রকাশ হওয়া উপন্যাসটির লেখক জেসিকা নল। থ্রিলারধর্মী এ লেখায় দেখা যায়, এক ক্রাইম ডকুমেন্টারি কর্মীর হঠাৎ-ই নিজের কিশোরী বয়সে ঘটা খারাপ একটি ঘটনা আবিষ্কার করে বিমুঢ় হয়ে পড়ে।

যাকে নিউইয়র্ক ম্যাগাজিনে ‘জীবনের নিখুঁত বর্ণনা’ বলে উল্লেখ করা হয়।অভিনয়ের পাশাপাশি ছবিটির প্রযোজনায়ও থাকছেন ব্যাড মমস, ব্ল্যাক সোয়ান ও ফরগেটিং সারাহ মার্শাল-খ্যাত মিলা কুনিস।২০১৫ সালে প্রকাশের আগেই ‘লাকিয়েস্ট গার্ল অ্যালাইভ’-এর সিনেমার স্বত্ব কিনে নেন প্রযোজকেরা। বইটি লাখ লাখ কপি বিক্রি হয়, অনুবাদ হয় ৩৮টি ভাষায়।ছবিটি পরিচালনা করবেন মাইক বার্কার।

এ নির্মাতা বেশ কিছু জনপ্রিয় সিরিজ তৈরি করেছেন।মিলা কুনিসকে ২০২০ সালে ‘ফোর গুড ডেজ’ ছবিতে দেখা যায়। আর এই ফেব্রুয়ারিতে সীমিত আকারে মুক্তি পেয়েছে ‘ব্রেকিং নিউজ ইন ইউবা কাউন্টি’।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?