অনলাইন ডেস্ক, ২৩ ফেব্রুয়ারী।। আক্ষরিক অর্থে নিলে এ শিরোনাম নিয়ে খানিকটা ভুল বোঝাবুঝি হবে। তবে, জেনে নিন শিগগিরই জীবিতদের মধ্যে সবচেয়ে ভাগ্যবতী হতে যাচ্ছেন মিলা কুনিস। আর সিনেমার জন্যই এটি ঘটছে।
ভ্যারাইটি ডটকম জানায়, বেস্ট-সেলিং উপন্যাস অবলম্বনে নেটফ্লিক্সের জন্য তৈরি হতে যাচ্ছে ‘লাকিয়েস্ট গার্ল অ্যালাইভ’ শিরোনামের ছবি। তাতেই সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন মিলা।২০১৫ সালে প্রকাশ হওয়া উপন্যাসটির লেখক জেসিকা নল। থ্রিলারধর্মী এ লেখায় দেখা যায়, এক ক্রাইম ডকুমেন্টারি কর্মীর হঠাৎ-ই নিজের কিশোরী বয়সে ঘটা খারাপ একটি ঘটনা আবিষ্কার করে বিমুঢ় হয়ে পড়ে।
যাকে নিউইয়র্ক ম্যাগাজিনে ‘জীবনের নিখুঁত বর্ণনা’ বলে উল্লেখ করা হয়।অভিনয়ের পাশাপাশি ছবিটির প্রযোজনায়ও থাকছেন ব্যাড মমস, ব্ল্যাক সোয়ান ও ফরগেটিং সারাহ মার্শাল-খ্যাত মিলা কুনিস।২০১৫ সালে প্রকাশের আগেই ‘লাকিয়েস্ট গার্ল অ্যালাইভ’-এর সিনেমার স্বত্ব কিনে নেন প্রযোজকেরা। বইটি লাখ লাখ কপি বিক্রি হয়, অনুবাদ হয় ৩৮টি ভাষায়।ছবিটি পরিচালনা করবেন মাইক বার্কার।
এ নির্মাতা বেশ কিছু জনপ্রিয় সিরিজ তৈরি করেছেন।মিলা কুনিসকে ২০২০ সালে ‘ফোর গুড ডেজ’ ছবিতে দেখা যায়। আর এই ফেব্রুয়ারিতে সীমিত আকারে মুক্তি পেয়েছে ‘ব্রেকিং নিউজ ইন ইউবা কাউন্টি’।