টুইটারে অর্জুনের পক্ষে বলিউড তারকা লেখেন, “আমার মনে হয়ে অর্জুন টেন্ডুলকারকে নিয়ে এটা বলা উচিত। আমরা একই জিমে শরীরচর্চা করি এবং আমি দেখতে পাই ও নিজের ফিটনেসের জন্য কঠোর পরিশ্রম করে, আরও ভালো ক্রিকেটার হওয়ার জন্য ওর লক্ষ্য দেখতে পাই।” আরও বলেন, “ওর দিকে স্বজনপোষণের তকমা ছুড়ে দেওয়া অন্যায় এবং নিষ্ঠুরতা। ওর উৎসাহকে মেরে ফেলবেন না এবং শুরুর আগেই নিচে নামিয়ে দেবেন না।
”তবে ফারহানকে অনেকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন, অর্জুনের থেকে অনেক ভালো পারফর্ম করেও দল পায়নি ভারতের প্রথম শ্রেণির অনেক ক্রিকেটার। অর্জুনের নামের পাশে টেন্ডুলকার থাকার জেরেই যে আইপিএল নিলামে মুম্বাই ইন্ডিয়ানসের মতো দল পেয়েছেন তিনি। আইপিএলের নিলামে একেবারে শেষে অর্জুনের নাম ওঠে। মুম্বাই ইন্ডিয়ানস ছাড়া অন্য কোনো দল বিড করেনি শচীন-পুত্রের জন্য। এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের কটাক্ষের মুখে অর্জুন। বেশ কয়েক বছর ধরেই মুম্বাইয়ের নেট বোলার হিসেবে আছেন অর্জুন। গত আইপিএলে সংযুক্ত আরব আমিরাতেও যান মুম্বাই স্কোয়াডের সঙ্গে, ছিলেন বায়ো বাবলেও।