নিজের একটি কলামে ব্রড লিখেছেন, ‘মানতেই হচ্ছে, বিশ্বের সব থেকে বড় স্টেডিয়াম মোতেরা এতটাই সুন্দর যে খালি থাকলেও এর আলাদা মাহাত্ম্য বোঝা যাচ্ছে। মনে হচ্ছে এটা কলোসিয়ামের মতো। বুধবার এর অর্ধেক ভর্তি হলে, অর্থাৎ ৫৫ হাজার লোক এলে কেমন লাগবে সেটাই ভাবছি। আর এক লাখ ১০ হাজার লোক যদি বছরের শেষে বিশ্বকাপ ম্যাচে আসে, আমার মনে হয় না নিজেদের মধ্যে কোনও কথা শুনতে পাব।’
এখানেই না থেমে ব্রড যোগ করেছেন, ‘এমসিজি-তে ২০১৭-১৮ মৌসুমে অ্যাশেজে যেদিন ডেভিড ওয়ার্নার ৯৯ রানে ব্যাট করছিল, সেদিন সব চেয়ে বেশি চিৎকার শুনতে পেয়েছিলাম। পরের বলে ও শতরান করতে যে চিৎকার হয়েছিল তা অবিশ্বাস্য। তবে আমার ধারণা, এই মাঠে সেই চিৎকার ছাপিয়ে যাওয়ার সমস্ত সম্ভাবনা রয়েছে। এমনকি মাঠে ১০ হাজার লোক থাকলেও সেটা ফাঁকা মাঠে খেলার থেকে অনেক আলাদা মনে হয়।’